বিনোদনভাইরাল ভিডিও

Arunita Kanjilal: হিমেশের সুরে মুক্তি পেল বাঙালি কন্যা অরুনিতার নতুন হিন্দি গান, শুভেচ্ছার ঝড় নেটদুনিয়ায়

ইন্ডিয়ান আইডল সিজন 12 শেষ হয়ে গেছে অনেকদিন কিন্তু তার রেশ এখনো কাটেনি। মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় এই রিয়েলিটি শোয়ের নানান ভিডিও ক্লিপ ভাইরাল হয়। তবে তারমধ‍্যেও পবনদ্বীপ অরুনিতা জুটির গানগুলি বিশেষভাবে নজর কাড়ে। ইন্ডিয়ান আইডল শেষ হওয়ার পরও চর্চায় তারা। তাদের গান মানুষকে মুগ্ধ করে দেয়।

এইবারের সিজনে প্রথম স্থান অধিকার করেছিলেন পবনদ্বীপ রাজন আর দ্বিতীয় স্থান অধিকার করেছেন অরুনিতা কাঞ্জিলাল। ইতিমধ্যে হিমেশ এর কম্পোজিশনে Tere Bagairr , Teri umeed, O saiyyonii গানও গেয়ে ফেলেছেন এই জুটি যা মানুষের মন জয় করে নিয়েছে।

তবে ফের খুশির খবর নিয়ে হাজির হয়েছে এই জুটির এক রত্ন। ফের হিমেশের অ্যালবামে গান গেয়েছেন বঙ্গকন্যা। সম্প্রতি দর্শক ও অনুরাগীদের জন্য মন ভালো করার একটা সুযোগ করে দিলেন সকলের প্রিয় অরুনিতা কাঞ্জিলাল।

সম্প্রতি মুক্তি পেয়েছে হিমেশ রেশমিয়ার প্রযোজনায় অরুনিতার আরো একটি গান। যার নাম- “Laal Hari Peeli Choodiyan.” গোলাপি বর্ণের লেহেঙ্গা চোলি পরে স্টুডিওর মধ্যে জমিয়ে গাইতে দেখা গেল অরুনিতাকে। ভিডিওটি হিমেশ রেশমিয়ার নিজস্ব ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে। তবে গানটির কেবল স্টুডিও ভার্সনই বেরিয়েছে। ইতিমধ্যে কয়েক লাখ মানুষের কাছে পৌঁছে গেছে ভিডিওটি। প্রতিবারের মতোন অরুনিতার গান মন ছুয়ে নিয়েছে সকলের।