বিনোদনভাইরাল ভিডিও

হলুদ সর্ষে ফুলের মাঝে ‘লাল গেন্দাফুল’ গানে দুর্দান্ত নাচ সুন্দরী কন্যার, প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা

সোশ্যাল মিডিয়া দৌলতে প্রতিভার প্রচার করার লড়াই প্রযুক্তিগত দিক থেকে অনেকাংশেই সহজ হয়ে উঠেছে। বর্তমানে সোশ্যাল মিডিয়া খুললেই দেখা যায় বিভিন্ন নাচ গান আবৃত্তির মতো ভিডিওগুলি। হ্যাঁ, এখানেও প্রতিযোগিতা রয়েছে। যারা দর্শকদের নজর কাটতে পারে তারাই হয়ে ওঠে ভাইরাল। তবে তারপরেও প্রচারকার্যে সোশ্যাল মিডিয়ার সাহায্য পাওয়ায় নিজেদের প্রতিভা বিশ্ব দরবারে পৌঁছে দেওয়ার সুযোগ মিলছে প্রতিনিয়ত।

এমনই এক প্রতিভা মৌ যিনি তার নিজস্ব পেজ “ডান্স স্টার মৌ” থেকে নাচের ভিডিও শেয়ার করে হয়ে উঠেছেন একজন প্রতিষ্ঠিত শিল্পী। তার নাচ এতটাই নজর কেটেছে দর্শকদের যে বর্তমানে তার নাচের অপেক্ষায় থাকেন লক্ষ্য লক্ষ্য অনুরাগী। সম্প্রতি ফের ভাইরাল হয়েছে তার একটি নাচের ভিডিও যা এই মুহূর্তে মন জয় করে নিচ্ছে দর্শকের।

ভাইরাল ভিডিওতে তাকে দেখা যাচ্ছে খোলা প্রকৃতির মাঝে সরষে ফুলের ক্ষেতে নৃত্য পরিবেশন করতে। এদিন তার পরনে ছিল লাল ব্লাউজ ও বাসন্তী রঙের শাড়ি। তার এই সাজকে পূর্ণতা দিয়েছে তার সাজ ও মাথায় থাকা হলুদ ফুল। এদিন তাকে “লাল গেন্দা ফুল হলো গোলাপি” গানের তালে নৃত্য পরিবেশন করতে দেখা গেছে।

ভিডিওটির সামনে আসার পরেই তা মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে। নেটিজেনরা তার ফেসিয়াল এক্সপ্রেশন, নাচের ভঙ্গিমা দেখে মুগ্ধ হয়ে গেছেন। মাত্র ৭ দিন আগে পোস্ট করা হয়েছে এই ভিডিওটি তার মধ্যে প্রায় ১০ হাজার মানুষের কাছে পৌঁছে গেছে এই ভিডিও। কমেন্টে তার প্রশংসাও করেছে বহু জন। রইল এই নাচের ভিডিও।