বিনোদন

বিয়ের আগেই প্রেগন্যান্ট কিয়ারা! ভাইরাল ট্যুইট ঘিরে তুঙ্গে জল্পনা

বিয়ের আগেই গর্ভবতী হয়ে পড়েছেন কিয়ারা আডবানি এবং তারপরেই গাঁটছড়া বেঁধেছেন তিনি! পরোক্ষভাবে এমনই মন্তব্য করলেন ফিল্ম সমালোচক কামাল আর খান ওরফে কেআরকে। যা দেখার পর রীতিমতো জল্পনা শুরু হয়েছে বলিউডমহলে। কিছুদিন আগেই রাজস্থানের সূর্যগড় প্যালেসে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা।

কাছের মানুষদের উপস্থিতিতে গাঁটছাড়া বেঁধেছেন এই জুটি। যদিও তার আগে পর্যন্ত নিজেদের সম্পর্কটাকে লুকিয়ে রেখেছিলেন তারা। তবে এবার তাদের বিয়ে নিয়ে চাঞ্চল্যকর দাবী করলেন কেআরকে। এই নামটির সাথে কমবেশি সকলেই পরিচিত হয়ে থাকবেন। নিজেকে তিনি সিনেমার সমালোচক হিসেবে দাবী করেন। তবে গঠনমূলক সমালোচনার চেয়ে বলিউডের তারকা ও তাদের ছবি নিয়ে বিশ্লেষণ করাই তার কাজ।

এমনকি এই বিষয়ে বিভিন্ন ট্যুইট করার কারণে মাঝেমধ্যেই বিতর্কে জড়িয়ে পড়েন তিনি। সম্প্রতি সেরকমই একটি ট্যুইট করেছেন কেআরকে। আর সেই ট্যুইটে তিনি লিখেছেন, ‘বলিউডের এখন নতুন ট্রেন্ড, আগে গর্ভবতী হয়ে পড়া তারপর বিয়ে করা। সূত্রের খবর অনুযায়ী, বলিউডের সাম্প্রতিক হওয়া বিয়েরও এই একই ফর্মুলা। ভালোই’।

যদিও তিনি কারো নাম উল্লেখ করেননি। তবে সাম্প্রতিক বিয়ে হওয়া মানে সিদ্ধার্থ ও কিয়ারার কথাই বলা হয়েছে। তবে এই ট্যুইট দেখার পর তাকে ছেড়ে কথা বলেননি অনুরাগীরা। সেখানে তারা লিখেছেন, ‘নিজের মতামত নিজের কাছেই রাখুন।’ অন্যদিকে আর একজন লিখেছেন ‘আপনার যদি কোনো সমস্যা থাকে এতে, তাহলে নিজের সন্তানদের বলুন এমনটা না করতে।’