বিনোদনভাইরাল ভিডিও

সুর-তালের বারোটা বাজিয়ে ভরা মঞ্চে ‘লুঙ্গি ড্যান্স’ গান গাইলেন কৌশানি, শুনে দর্শকদের পালাই পালাই অবস্থা

‘গানের ধর্ষণ করে দিলেন!’ কৌশানি মুখার্জির গান শুনে এমনই মন্তব্য নেটিজেনদের। টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হলেন কৌশানি। ইতিমধ্যেই একাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। যার দ্বারা লাভ করেছেন তুমুল জনপ্রিয়তা। তবে পর্দায় অভিনয় করার পাশাপাশি মাঝেমধ্যেই বিভিন্ন লাইভ শো’তে দেখা যায় তাকে। যেখানে সাধারণত গান গাইতে দেখা যায় এই অভিনেত্রীকে।

গান, নাচে জমজমাট হয়ে ওঠে সেই অনুষ্ঠান। সম্প্রতি সেরকমই একটি মঞ্চে হাজির হয়েছিলেন তিনি। যেখানে রজনীকান্তকে সম্মান জানিয়ে ‘চেন্নাই এক্সপ্রেস’ সিনেমার ‘লুঙ্গি ড্যান্স’ গান গাইতে দেখা যায় তাকে। ওয়েস্টার্ন পোশাক পরে এই গানটি গাইতে দেখা গিয়েছিল তাকে। তবে ভালো অভিনেত্রী হলেই যে তিনি ভালো গান গাইতে পারবেন তা কখনোই হয় না।

সেরকমটাই দেখা গিয়েছে তার ক্ষেত্রেও। কারণ, এই গান সোশ্যাল মিডিয়ায় উঠে আসতেই ট্রোলিংয়ের বন্যা বয়ে গিয়েছে। কেউ লিখেছেন, ‘ভালো করে সিনেমায় অভিনয় করতে পারলো না, আবার গান গাইতে এসেছে।’ আবার কারো মতে, ‘গানটার ধর্ষণ করে দিলো’। শুধু তাই নয় কেউ কেউ হিরো আলমকে টেনে এনে লিখেছেন, ‘আমাদের হিরো আলম অনেক ভালো।’

এক কথায় বলতে গেলে এই গান গেয়ে তুমুল সমালোচনার সম্মুখীন হয়েছেন তিনি। যদিও এই প্রথম নয় এর আগেও গান গাওয়ার কারণে একাধিক কটাক্ষের শিকার হতে হয়েছে তাকে। তবুও বারবার তাকে মঞ্চে গান গাইতে দেখা যায়। অন্যদিকে অভিনেতা বনি সেনগুপ্তের সাথে তার প্রেমের সম্পর্কের কথা সকলেই জানেন। খুব শীঘ্রই হয়তো গাঁটছড়া বাঁধবেন তারা।