ঠোঁটে মিষ্টি হাসি নিয়ে বসে থাকা এই বাচ্চা মেয়েটি বর্তমানে টলিউডের জনপ্রিয় নায়িকা, নাম বলতে পারবেন?

Advertisement

ছোটোবেলার স্মৃতি রোমন্থন করতে কে না ভালোবাসে। আমরা বড় হয়ে গেলেও একটা সময় ছোটোবেলায় ফিরে যেতে চাই। ফিরে যেতে না পারলেও সেই স্মৃতি রোমন্থন করে অতীতের পাতা খুলে ডুব দেওয়া যায় অনায়াসে। আর এভাবেই আমরা ধীরে ধীরে একদিন বড় হয়ে উঠি। ছোটোবেলার সহজ সরল জীবন যেনো বড়বেলায় সোনালী দিনের মতন হাতছানি দেয়। সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি সকলেই ছোটোবেলায় ফিরে যেতে চান।

Advertisements

তেমনই টলি পাড়ার জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক (Koel Mallick) এভাবেই ফিরে গেলেন নিজের ছোটোবেলায়। কোয়েল বর্তমানে টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। একাধিক ছবিতে একাধিক চরিত্রে তার অভিনয় দর্শক মনে ছাপ ফেলেছিল। নিজের দক্ষতায় আজ তিনি সাধারণ থেকে হয়ে উঠেছেন অসাধারণ। ভীড়ের মাঝে তাকে সহজেই খুঁজে পাওয়া যায়।

Advertisements

সেলিব্রিটি হলেও কোয়েল সাধারণ ভাবে থাকতে ভালোবাসেন। সম্প্রতি নিজের ছোটোবেলায় ফিরে গিয়ে স্মৃতি রোমন্থন করলেন অভিনেত্রী। নিজের সোশ্যাল হ্যান্ডেলে ছোটোবেলার একটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। ছবিতে দেখা গিয়েছে কোয়েল মল্লিক ও তার বান্ধবীকে। কোয়েল একটি চেয়ারে বসে রয়েছেন এবং তার পাশে দাঁড়িয়ে রয়েছেন অভিনেত্রীর বান্ধবী।

অভিনেত্রীর পরনে রয়েছে সাদা শাড়ি ও ব্লাউজ এবং তার বান্ধবীর পরনে রয়েছে বাসন্তী রং-এর সালোয়ার কামিজ। এই ছবি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, “সরস্বতী পুজোর সাজুগুজু। ভবনীপুরের বারান্দায় তোরে খুব মনে পড়ে”। আর এই ছবি দেখতে আবেগে ভেসে গিয়েছে নেট দুনিয়া। সকলেই প্রশংসা করেছেন অভিনেত্রীর।

Related Articles