৪০-এও উথলে পড়ছে গ্ল্যামার, ছোট্ট শার্টে জালওয়া দেখালো কোয়েল মল্লিক!

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী হলেন কোয়েল মল্লিক (Koel Mullick)। বয়স ৪০ হলেও তার রূপের জেল্লা এখনও অনেকের কাছে ঈর্ষনীয়। কারণ এই বয়সেও নিজের জৌলুশ বজায় রেখেছেন যা অষ্টাদশী কোনো তরুণীর কাছেও কল্পনার বিষয়। বর্তমানে টলিউডের অভিনয় জগত থেকে নিজেকে কিছুটা দূরে সরিয়ে রেখেছেন। কিন্তু নিজের রূপের প্রতি সদা সজাগ তিনি।
৪০ পেরোলেও নিজের রূপ ও জৌলুশে এখনও অনন্যা তিনি। অভিনয় জগত থেকে বিরতি নিয়ে বিয়ে এবং সন্তান এরপর ফের অভিনয় জগতে প্রবেশ, কোয়েলের এই কামব্যাক যেনো অনেকের কাছে অনুপ্রেরণা। ক্যামেরার সামনে আসতে গেলে যে জিনিসটি বেশি করে দরকার তা হল রূপ ও জৌলুশ। এই বিষয়ে বেশ পরিশ্রম করেন কোয়েল।
আর নিজের সেই রূপ দিয়ে বারবার ঘায়েল করেন অনুরাগীদের। তাই মাঝেমধ্যে ফটোশ্যুটে দিব্যি ঝড় তোলেন নেট দুনিয়ায়। আর সেই ছবি হয়ে যায় ভাইরাল। বর্তমানে তারকারা অভিনয়ের পাশাপাশি ফটেশ্যুটেও বেশ সাবলীল। আর সেই ট্রেন্ড প্রায় সকলেই অনুসরণ করেন। তেমনই কোয়েল নিজের সোশ্যাল হ্যান্ডেলে কয়েকটি ফটোশ্যুটের ছবি পোস্ট করেছেন।
View this post on Instagram
কোয়েলকে দেখা গিয়েছে টাই আপ শার্টে। ডিপ প্লাঙ্গিং নেকলাইনের শার্টটির কোমরের অংশে ছিল টাই আপ ডিটেলিং। কলার ডিটেলিং রয়েছে। এছাড়া অ্যাবস্ট্রাক্ট প্রিন্টের শার্টের স্লিভ ডিটেলিংও ছিল খুব সুন্দর। সুন্দর শার্টটির সঙ্গে অভিনেত্রী একটি ট্রাউজার পরেছিলেন। আর এই ট্রাউজারে বেশ সুন্দর লাগছিল অভিনেত্রীকে। ক্রপ শার্টটির সঙ্গে এই প্যান্টটি বেশ মানিয়েছে।
এছাড়া সাজগোজে অভিনেত্রীকে দেখা গিয়েছিল বেশ হালকাভাবে। চেকার নেকলেস পরেছিলেন তিনি। মানানসই জুতো পরতে দেখা গিয়েছে তাকে। হালকা মেকাপ লুক ও সুন্দর হেয়ার স্টাইলে অনন্যা হয়ে উঠেছেন কোয়েল। কোয়েলের এই লুক তৈরি করেছেন সেলিব্রিটি স্টাইলিশ তন্বী সাহা।