ভারত নয়, সুদূর আমেরিকায় এই দিনে পালিত হয় ‘শ্রেয়া ঘোষাল ডে’, কারণ জানলে গর্বে বুক ফুলবে
ভারতে গানের জগতে এক জনপ্রিয় নাম হল শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)। বাঙালি কন্যা আজ গোটা দেশের গর্ব। তার জনপ্রিয়তা বর্তমানে গগনচুম্বী। মুর্শিদাবাদের বহরমপুরে জন্ম তার। বাঙালি হলেও নিজেকে বাংলার মধ্যে সীমাবদ্ধ রাখেননি। রিয়েলিটি শো-এর মধ্যে দিয়ে উত্থান হয় তার। বর্তমানে পৃথিবীর নানান দেশে ঘুরে ঘুরে কনসার্ট করেন শ্রেয়া। প্রতিটি কনসার্টে থাকে বহু লোকের সমাগম। দেশের বাইরে বিদেশেও গায়িকা জনপ্রিয়তার শিখরে পৌঁছে গিয়েছেন।
তবে গায়িকা শ্রেয়া ঘোষালের নামে রয়েছে আমেরিকায় একটি গোটা দিন। জানলে অবাক হবেন এর কারণ! ১৯৮৪ সালের ১২ই মার্চ মুর্শিদাবাদের বহরমপুরে জন্মগ্রহণ করেন শ্রেয়া। ছোটো থেকে গানের প্রতি ঝোঁক ছিল তার। এরপর রিয়েলিটি শো-তে প্রতিযোগী হিসেবে দেখা যায় তাকে। নানান গান গেয়ে তখনই দর্শকদের মুগ্ধ করে দিতেন ছোট্ট শ্রেয়া। এরপর সঞ্জয়লীলা বানসালীর ছবিতে প্রথম গান গাওয়ার সুযোগ হয় তার। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি।
একের পর এক গান গেয়ে দেশ ছাড়িয়ে বিদেশের মাটিতে জনপ্রিয় হয়ে ওঠেন গায়িকা। একাধিক ভাষায় একাধিক ধরনের গান গেয়েছেন শ্রেয়া। আমেরিকার এক গভর্নর শ্রেয়ার গানে ভক্ত। সেদেশে ২৬শে জুন দিনটি শ্রেয়া ঘোষাল ডে হিসেবে পালন করা হয়।২০১০ সালে ওহিয়ো গিয়েছিলেন শ্রেয়া। তখন আমেরিকার গভর্নর টেড স্ট্রিকল্যান্ড ঘোষণা করেন ২৬শে জুন দিনটিকে শ্রেয়া ঘোষাল ডে হিসেবে পালন করা হবে। বলিউডে প্রথম শ্রেয়া গান গেয়েছেন সঞ্জয়লীলা বানসালী পরিচালিত ছবি ‘দেবদাস’-এর ‘ডোলা রে’ এবং ‘বৈরি পিয়া’।
গান দু’টি প্রচুর পরিমাণে জনপ্রিয় হয়ে যায়। এরপর তার জনপ্রিয়তা ধীরে ধীরে বাড়তে শুরু করে।’দেবদাস’ ছবিতে শ্রেয়ার গান গাওয়ার পিছনে রয়েছে একটি মজার কাহিনি। পরিচালক সঞ্জয়লীলা বানসালীর মা ‘সারেগামাপা’ রিয়েলিটি শো দেখতেন। তখনই তিনি শ্রেয়ার গান শুনে মুগ্ধ হন। এরপর তিনি পরিচালককে জানান, শ্রেয়ার গলা হুবহু লতা মঙ্গেশকরের মতন। শ্রেয়ার গলা বেশ পছন্দ করেন পরিচালকের মা। এভাবেই গানের জগতে প্রবেশ ঘটে শ্রেয়ার।