উচ্ছেবাবু অতীত, এবার বাংলার নতুন ক্রাশ ‘মুকুট’-এর এই হ্যান্ডসাম নায়ক!

টলিউডে ছোটো পর্দার মধ্যে দিয়ে জনপ্রিয় হয়ে উঠেছেন অভিনেত্রী শ্রাবণী ভুঁইয়া (Shrabani Bhunia)। প্রথমে তিনি জি বাংলার ‘জীবন সাথী’ ধারাবাহিকের মধ্যে দিয়ে অভিনয় জগতে পদার্পণ করেন। তবে এই ধারাবাহিকের পর হঠাৎই তিনি স্টার জলসায় অভিনয় করা শুরু করেন। ‘মাধবীলতা’ ধারাবাহিকে অভিনয় শুরু করেন তিনি। এই ধারাবাহিকটিও দর্শকদের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল।
টিআরপি থাকতেও বন্ধ হয়ে যায় ধারাবাহিকটি। তবে এবার নতুন ধারাবাহিক ‘মুকুট’-এর মাধ্যমে ফের ছোটো পর্দায় ফিরেছেন অভিনেত্রী শ্রাবণী। একাধিক চেনা মুখ এই ধারাবাহিকে অভিনয় করলেও নায়িকার বিপরীতে যিনি অভিনয় করছেন তিনি ততটাও জনপ্রিয় নয়। জানা গিয়েছে, নায়ক হিসেবে অভিনয় করছেন অর্ঘ্য মিত্র (Arghya Mitra)।
এর আগে অর্ঘ্য একাধিক ধারাবাহিকে পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন। তবে মুখ্য চরিত্রে এই প্রথম। এর আগেও তিনি সান বাংলা, কালার্স বাংলা চ্যানেলে ধারাবাহিকে পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন। এই প্রথম তিনি কোনো ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করছেন। ধারাবাহিকের প্রোমো ও প্রথম পর্বে বেশ নজর কেড়েছেন অভিনেতা।
বর্ধমানের বাসিন্দা হলেও বর্তমানে তিনি কাজের সূত্রে কলকাতাতে থাকেন। অভিনয়ে পাশাপাশি তিনি মডেলিং করেন। সৌরভ গাঙ্গুলির সঙ্গে বিজ্ঞাপনে কাজ করেছেন অভিনেতা। ২৬শে মার্চ রাত সাড়ে ন’টায় সম্প্রচারিত হচ্ছে ‘মুকুট’ ধারাবাহিক। প্রথম পর্বেই বেশ নজর কেড়েছে ধারাবাহিক।