উত্তম কুমারের সিনেমা মানেই হাউজফুল, সেই যুগে একটি ছবির জন্য কত টাকা নিতেন মহানায়ক? অঙ্কটা জানলে চমকে যাবেন

Advertisement

অভিনয় জগতে একাধিক নতুন মুখ আসলেও এবং তারা সিনেমা জগতে নিজেদের অভিনয়ের মধ্যে দিয়ে জনপ্রিয়তা অর্জন করলেও নায়কদের মধ্যে আজও বাঙালিরা সেরা নায়ক হিসেবে ‘মহানায়ক’ উত্তম কুমারকে (Utatam Kumar) পছন্দ করেন। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে উত্তম কুমারের নাম বেশ গুরুত্বপূর্ণ। তার অভিনয় প্রশংসার দাবি রাখে।

Advertisements

আগে উত্তম কুমারের ছবি মুক্তি পেলে প্রচুর মানুষ তা দেখার জন্য প্রেক্ষাগৃহে ভীড় জমাতেন। উত্তম কুমারের অভিনয় জীবনে তিনি একাধিক অভিনেত্রীর সঙ্গে অভিনয় করেছেন। তাদের মধ্যে সবচেয়ে উল্লেখ্যযোগ্য অভিনেত্রীরা হলেন সুচিত্রা সেন, সাবিত্রী দেবী ও সুপ্রিয়া দেবী। একাধিক অভিনেত্রীর সঙ্গে অভিনয় করলেও তার সঙ্গে বারংবার নাম উঠে এসেছে মহানায়িকা সুচিত্রা সেনের।

Advertisements

তবে অভিনয় জীবনে এত সাফল্য যে মহানায়কের তিনি তার পারিশ্রমিক হিসেবে কত নিতেন তা অনেকেই জানেন না। আপনি শুনলে চমকে যাবে উত্তম কুমারের পারিশ্রমিক। সেইসময় এই পারিশ্রমিক অনেকেই পেতেন না। জানা গিয়েছে, উত্তম কুমার সেইসময় ছবিতে অভিনয় করার জন্য আড়াই থেকে তিন লক্ষ টাকা পারিশ্রমিক নিতেন।

জনপ্রিয়তার নিরিখে তিনি প্রথমের দিকেই থাকতেন। আর তাই পারিশ্রমিকের অংক ছিল সকলের থেকে আলাদা। এর পাশাপাশি মহানায়কের ব্যক্তিগত জীবন নিয়ে অনেকেরই কৌতুহল। জানা গিয়েছে, উত্তম কুমারের মৃত্যুর পরেও তার সঙ্গে সুচিত্রা সেনের সম্পর্ক নিয়ে বেশ জলঘোলা হয়।

Related Articles