পর্ণার প্রিয় ননদ বর্ষা আসলে কে? ফাঁস হল ‘নিম ফুলের মধু’র অভিনেত্রীর পরিচয়

Advertisement

সম্প্রতি এবার জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ড’এ সেরা ননদের শিরোপা লাভ করলেন জনপ্রিয় অভিনেত্রী শৈলী ভট্টাচার্য! যিনি বর্তমানে ‘নিম ফুলের মধু’ ধারাবাহিক অভিনয় করছেন। জি বাংলার এই ধারাবাহিকটি খুব কম সময়ের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছে। এমনকি নায়ক-নায়িকার পাশাপাশি পার্শ্বচরিত্রগুলিকেও সমান ভালোবাসা দিয়েছেন দর্শকেরা।

Advertisements

সেরকমই একটি পার্শ্বচরিত্রের নাম বর্ষা। যিনি ধারাবাহিকে নায়িকা পর্ণার ননদ। সবসময় বৌদির পাশে থাকতে দেখা যায় তাকে। জানা গিয়েছে, এই অভিনেত্রীর বাংলা ধারাবাহিক এই প্রথম কাজ। আর প্রথম ধারাবাহিকেই তিনি সেরা ননদের শিরোপা লাভ করলেন। আসলে এই ধারাবাহিকে দেখা যায় পর্ণার পাশে দাঁড়ানোর জন্য পরিবারের বিরুদ্ধেও যেতে পারেন তিনি।

Advertisements

আসুন তাহলে এবার জেনে নেওয়া যাক এই ননদের পরিচয় সম্পর্কে। সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলে শৈলী ভট্টাচার্য নিজের জীবনের নানান তথ্য তুলে ধরেছেন। তিনি জানিয়েছেন ধারাবাহিকে বর্ষাকে যেমন শান্তশিষ্ট দেখা যায় বাস্তব জীবনে কিন্তু তিনি একেবারেই বিপরীত। এছাড়া বর্ষা যেমন খুব অবহেলায় থাকেন, শৈলী অন্যদিকে বাড়ির আদরের।

আসলে বাড়ির একমাত্র মেয়ে হওয়ার কারণে ভীষণই আদরে বড়ো হয়েছেন তিনি। খুব কম বয়সেই অভিনয় জগতে হাতেখড়ি হয়েছে তার। একটি বাংলা ওয়েবসিরিজ ‘শব চরিত্র’ তাকে ভীষণই জনপ্রিয়তা এনে দিয়েছিল। যদিও সেখানে অভিনয়ের জন্য নানান কটাক্ষ শুনতে হয়েছে তাকে। আসলে এই সিরিজের একটা দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। যেটি দেখার পর অনেক উল্টোপাল্টা কথা বলা হয়েছে তাকে।

Related Articles