‘মেয়েবেলা’ ধারাবাহিকের টিকলি আসলে কে? ফাঁস হল অভিনেত্রীর নাম ও পরিচয়

ছোটো পর্দার জনপ্রিয় ধারাবাহিক হল ‘মেয়েবেলা’। এই ধারাবাহিকটি সম্প্রচারিত হওয়ার পর সেভাবে জনপ্রিয় না থাকলেও বর্তমানে দর্শকেরা বেশ পছন্দ করছেন ধারাবাহিকটি। এভাবে টিআরপি তালিকায় প্রথমের দিকে জায়গা করে নিয়েছে এই ধারাবাহিক। ধারাবাহিকে অভিনয় করছেন রূপা গাঙ্গুলি। ধারাবাহিকে জুটি হিসেবে দেখা গিয়েছে স্বীকৃতি মজুমদার ও অর্পণ ঘোষালকে। তবে ধারাবাহিক এখন জনপ্রিয় হওয়ার অন্যতম কারণ হল ‘টিকলি’ চরিত্র।
টিকলি চরিত্রে অভিনয় করছেন শ্রেয়া ভট্টাচার্য (Sreya Bhattacharya)। ধারাবাহিকে এখন টিকলির জীবনী দেখানো হচ্ছে। টিকলি যখন ছোটো ছিল সেইসময় তার সঙ্গে ঘটে চরম নিন্দনীয় একটি ঘটনা। বড় হয়ে গেলেও সেই ঘটনার রেষ এখনও কাটেনি টিকলির মন থেকে। ছোটোবেলাতে পিসেমশাইয়ের হাতে শিশু নির্যাতনের শিকার হয় টিকলি। টিকলির পিসেমশাই একজন প্রতিষ্ঠিত ব্যক্তি হলেও তার মানসিকতা বিকৃত।
রং খেলার নাম করে ছোট্ট টিকলিকে নির্যাতন করেন তার পিসেমশাই। ছোটোবেলায় পাওয়া সেই আঘাত এখনও ভুলতে পারেনি টিকলি। আর সেই কারণে টিকলি রং-কে ভিষণ ভয় পায়। রং দেখলে তার মনে হয় ‘নোংরা’। টিকলির মনে গেঁথে থাকা সেই নোংরা স্মৃতি তুলে ধরে মৌ। সে টিকলিকে ভরসা দেয় এবং টিকলির সঙ্গে হওয়া সেই নোংরা ঘটনা সবটা শোনে। টিকলির চরিত্রে শ্রেয়া দুর্দান্ত অভিনয় করেছেন।
আর এই কারণে দর্শকদের মন জয় করে নিয়েছেন খুব সহজেই। শ্রেয়া কলকাতার বাসিন্দা। কলকাতায় জন্ম ও বেড়ে ওঠার তার। এরপর তিনি গোখলে মেমোরিয়াল গার্লস স্কুল থেকে পড়াশুনা করে কলকাতা ইউনিভার্সিটি থেকে স্নাতক পাস করেন। প্রথম ওয়েব সিরিজ থেকে অভিনয় জীবনে প্রবেশ করলেও একাধিক সিনেমায় পার্শ্ব চরিত্রে তিনি অভিনয় করেছেন। বর্তমানে ‘মেয়েবেলা’ ধারাবাহিকে অভিনয় করছেন তিনি।