ঋদ্ধি-খড়ির ছেলে আয়ুষ্মান আসলে কে? ফাঁস হল ‘গাঁটছড়া’র নতুন অভিনেতার পরিচয়

Advertisement

শেষ হতে চলেছে খড়ির অধ্যায়, সন্তান হিসেবে কাকে দেখা যাবে ‘গাঁটছড়া’য়? স্টার জলসার (Star Jalsha) এক অন্যতম ধারাবাহিক হলো ‘গাঁটছড়া’ (Gatchora)। যে ধারাবাহিকের এক মূল চরিত্র হলো খড়ি (Khori)। বলা যায় খড়ি ছাড়া ‘গাঁটছড়া’ অসম্পূর্ণ। তবে সাম্প্রতিক কয়েকদিন আগেই গুঞ্জন উঠেছিল ‘গাঁটছড়া’ ধারাবাহিকে শেষ হতে চলেছে খড়ির অধ্যায়। তবে প্রথম দিকে এই বিষয়ে অভিনেত্রী অস্বীকার করলেও পরবর্তীতে সত্যিটা মেনে নেন। তবে নেটমহলে প্রশ্ন উঠেছে কিভাবে শেষ হবে খড়ির অধ্যায়?

Advertisements

তবে সম্প্রতিক প্রকাশ্যে এসেছে ‘গাঁটছড়া’ (Gatchora) ধারাবাহিকে খড়ির অধ্যায় শেষ হওয়ার টিজার। সন্তান জন্ম দিতে গিয়েই মৃত্যু হবে খড়ির। তবে এই সত্যিটা খড়ি আগে থেকেই জানতো। কিন্তু তার ইচ্ছা ছিল ঋদ্ধিমান (Ridhiman) এবং নিজের সন্তানের জন্ম দেওয়ার। আর সেই কারণেই তিনি দর্শকদের কাছে লুকিয়ে যান তার অধ্যায় শেষ হওয়ার কথা। তবে এই কথা শুনে ক্ষুব্ধ হয়েছে খড়ি (Khori) ভক্তরা।

Advertisements

অধিকাংশ নেটিজেনদের মত, এরকম না করে পুরো গল্পটাই তো শেষ করে দিতে পারতো। কারণ খড়ি ছাড়া ‘গাঁটছড়া’ (Gatchora) অসম্পূর্ণ। তবে অন্যদিকে, প্রকাশ্যে এসেছে এই ধারাবাহিকের আরো এক ধামাকাদার পর্ব। খড়ি (Khori) ধারাবাহিকে খড়ির অধ্যায় শেষ হলেও বাকি অন্যান্য চরিত্ররা থাকবেন। তবে নেটমহলে প্রশ্ন উঠেছে খড়িদ্ধির সন্তান হিসেবে কাকে দেখা যাবে ‘গাঁটছড়া’য়?

জানা গিয়েছে, খড়িদ্ধি জুটির সন্তান হিসেবে আসতে চলেছেন আর্য দাসগুপ্ত (Arya Sengupta)। টিজার প্রকাশ্যে আসতেই বোঝা গিয়েছে আয়ুষ্মান (Ayushman) চরিত্রে ধামাকাদার এন্ট্রি নিতে চলেছেন আর্য। তবে শিশু শিল্পী হিসেবে অভিনয় জগতে পা রেখেছেন আর্য। এছাড়াও বলিউডেও কাজ করে ফেলেছেন এই অভিনেতা। তবে সাম্প্রতিক ‘গাঁটছড়া’ ধারাবাহিকে দেখা যাবে এই অভিনেতাকে।

তবে খড়ি চরিত্রে অভিনয় করা অভিনেতা শুধু ‘গাঁটছড়া’ থেকেই বিদায় নিচ্ছেন না। তিনি বিদায় নিতে চলেছেন অভিনয় জগত থেকে। সাম্প্রতিক অক্ষয় তৃতীয়ার দিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন অভিনেত্রী শোলাঙ্কি রায় (Solanki Ray)। কিন্তু কেন? জানা গিয়েছে, সাম্প্রতিক সময়ে শারীরিকভাবে অসুস্থ রয়েছেন খড়ি। আর সেই কারণে তিনি ডাক্তারি পরামর্শে বিশ্রামে থাকবেন। টানা তিন মাস নিজেকে সময় দেবেন শোলাঙ্কি (Solanki)। এমন টাই জানা গিয়েছে নেটমাধ্যমে।

Related Articles