বিনোদন

বাস্তবে এই হ্যান্ডসাম নায়কের প্রেমে পড়েছেন ‘খড়ি’! ফাঁস হল বিবাহিতা শোলাঙ্কির প্রেমিকের পরিচয়

2018 সালে দীর্ঘদিনের বন্ধু নিউজিল্যান্ড নিবাসী শাক্য বসুকে বিবাহ করেন শোলাঙ্কি

বর্তমানে কালীপুজোর আবহে মেতে রয়েছে সারা ইন্ডাস্ট্রি। আলোর উৎসবে কাছের মানুষদের নিয়ে তুমুল এনজয় করছেন আপামর তারকারা। তবে এরই মাঝে প্রসঙ্গ উঠেছে “গাঁটছড়া”খ্যাত খড়ির প্রেম নিয়ে। জানা যাচ্ছে, কালীপুজোর রাতে ইনস্টাগ্রামে প্রকাশ্যে এসেছে সোলাঙ্কির নতুন প্রেমিকের ছবি। কে তাহলে গাঁটছড়ার খড়ির বাস্তব জীবনের মনের মানুষ? আসুন জেনে নেওয়া যাক।

সম্প্রতি ইনস্টাগ্রামে প্রকাশ্যে এসেছে একটি ছবি। যেখানে বন্ধুবান্ধবদের নিয়ে আয়নার সামনে গ্রুপ ছবি তুলেছেন সোলাঙ্কি। যেখানে সোলাঙ্কির পিছনে পিছনে দাঁড়িয়ে রয়েছেন সোহম। বেশ দিনকয়েক ধরেই আনন্দবাজারে চুপিসারে বাড়ছিল সোহম-সোলঙ্কির তীব্র প্রেমের গুঞ্জন। তবে এইবার ইনস্টাগ্রামের ছবি সিলমোহর দিল তাদের সম্পর্কে।

বাস্তবে এই হ্যান্ডসাম নায়কের প্রেমে পড়েছেন 'খড়ি'! ফাঁস হল বিবাহিতা শোলাঙ্কির প্রেমিকের পরিচয়

তবে বাস্তব বলছে অন্য কথা! আদতে সোলাঙ্কি রায় বিবাহিতা। তিনি 2018 সালে দীর্ঘদিনের বন্ধু নিউজিল্যান্ড নিবাসী শাক্য বসুকে বিবাহ করেন। ফলতঃ সোহমের সাথে বিবাহিত সোলাঙ্কির যে কোনো সম্পর্ক থাকতে পারে না এবিষয়ে মোটামুটি নিশ্চিত ইন্ডাস্ট্রির বাকিরা। তবে বিবাহিত হওয়ার পরেও ঠিক কি কারণে সোহমের সাথে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়েছেন নায়িকা এব্যাপারেও সন্দিহান অনেকে।

বাস্তবে এই হ্যান্ডসাম নায়কের প্রেমে পড়েছেন 'খড়ি'! ফাঁস হল বিবাহিতা শোলাঙ্কির প্রেমিকের পরিচয়

জানা যাচ্ছে, মুম্বাই নিবাসী সোহম সম্প্রতি ফিরেছেন বাংলায় আর বাংলায় ফেরার পর থেকেই সোলাঙ্কির সাথে তার ঘনিষ্ঠতা বাড়তে থাকে। তবে কি শাক্য বর্তমানে আর সোলাঙ্কি জীবনে অবস্থান করছেন না? সোহম রায়ই কি এখন গাঁটছড়ার খড়ির মনের মানুষ? এককথায় বলতে গেলে সোলাঙ্কি রায় এর দাম্পত্য-প্রেম জীবন রয়েছে প্রশ্নচিহ্নের মুখে।