Kaushambi Chakraborty: নিজের যোগ্যতা নেই, অন্যের বয়ফ্রেন্ডকে নিয়ে টানাটানি! ট্রোলের জবাবে মুখ খুললেন কৌশাম্বী

Kaushambi Chakraborty: অন্যের বয়ফ্রেন্ডকে কেড়ে নিয়েছেন কৌশাম্বী, বিতর্কে মুখ খুললেন কৌশাম্বী। সোশ্যাল মিডিয়ায় চর্চিত তিন তারকা হলেন সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu), কৌশাম্বী চক্রবর্তী (Kaushambi Chakraborty) এবং আদৃত রায় (Adrit Ray)। যাঁদের ত্রিকোণ প্রেমের গল্প নিয়ে চর্চার শেষ নেই নেটদুনিয়ায়। গুঞ্জন ছড়িয়েছে সৌমিতৃষা-আদৃতের সম্পর্কের মাঝখানে বাধা হয়ে দাঁড়িয়েছে কৌশাম্বী। আর সেই নিয়ে বেজায় চটেছেন মিঠাই ভক্তরা। প্রসঙ্গত, গত বছরে নেটদুনিয়ায় গুঞ্জন ছড়ায় সৌমিতৃষা পছন্দ করেন আদৃত (Adrit)-কে।
কিন্তু অন্যদিকে আদৃত মন দিয়েছেন কৌশাম্বী (Kaushambi)-কে। ফলে সৌমিতৃষা-আদৃতের সম্পর্কে সৃষ্টি হয়েছে দূরত্ব। তবে অন্যদিকে আদৃত-কৌশাম্বীর এই সম্পর্ককে বন্ধু বলে দাবি করেছে অভিনেতা। তবুও চর্চা থামেনি নেটদুনিয়ায়। মিঠাই ভক্তদের চোখের বিষ হয়ে উঠেছে কৌশাম্বী। তবে সাম্প্রতিক কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি পোস্ট করেছিলেন কৌশাম্বী। যে ছবি নিয়ে নেটজনতার কটাক্ষের সম্মুখীন হয়েছেন কৌশাম্বী।
Mithai: মিঠির বিয়ে ভাঙতে ছদ্মবেশে হাজির মিঠাই-সিদ্ধার্থ, নতুন প্রোমোতে চমকে গেলেন দর্শকেরা
যে ছবিতে কৌশাম্বীর পরনে দেখা গেছে একটি শার্ট। আর সেই শার্ট দেখে নেটিজেনদের মন্তব্য সেই শার্টটি নাকি আদৃতের। আর এই নিয়ে বিতর্কে জড়িয়ে পড়েন কৌশাম্বী (Kaushambi)। কৌশাম্বী (Kaushambi)-কে আক্রমণ করে একজন বলেন, তিনি অন্যের বয়ফ্রেন্ডকে কেড়ে নিতে চায়, অন্যের ঘাড়ে চাপতে চায়, সেটে সবার সাথে সম্পর্ক খারাপ করে, নেটিজেনদের কমেন্ট ডিলিট করে দেয়। তাঁর মুখে বড় বড় কথা মানায় না। আর এই কথা শুনে চটে যান কৌশাম্বী।
তিনি পাল্টা জবাব দিয়ে বলেন, তার মন্তব্যের জবাব দিতে তিনি রাজি নন। কিন্তু তার কথা শুনে অভিনেত্রীর উত্তর দেওয়ার কথা মনে হয়েছে। তাই তিনি প্রশ্ন করেন, তিনি কার বয়ফ্রেন্ডকে কেড়ে নিয়েছেন? কীসের ভিত্তিতে তারা এই কথা গুলো বলছেন? এর পাশাপাশি তিনি কমেন্ট ডিলিট করা নিয়ে বলেন, তিনি তার চারপাশে নেতিবাচকতা রাখতে চান না। তাই তিনি ডিলিট করে দেন কমেন্ট। তবুও তাঁকে নিয়ে চর্চার অন্ত নেই। দিন দিন তাঁকে নিয়ে ট্রোল বেড়েই চলেছে।