জামাইষষ্ঠীতেই পর্দা ফাঁস, আদৃতের জন্মদিনে প্রেমের সম্পর্কে শিলমোহর দিলেন ‘দিদিয়া’ কৌশাম্বী!

Advertisement

অবশেষে জামাইষষ্ঠীর দিন জানা গেলো কার সাথে প্রেম করছেন অভিনেতা আদৃত রায়! কারণ, এই দিন এমন একটি পোস্ট প্রকাশ্যে এসেছে যা দেখার পর আর কোনো ধোঁয়াশা নেই দর্শকদের মনে। চলতি বছরের ২৫শে মে ছিল জামাইষষ্ঠী। আর ২৫ শে মে জন্মেছিলেন অভিনেতা আদৃত। সেদিন তার জন্মদিন উপলক্ষ্যে একটা ছবি পোস্ট করেছেন অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তী।

Advertisements

যা দেখার পর সবটা পরিষ্কার হয়ে গিয়েছে দর্শকদের কাছে। এদিন সোশ্যাল মিডিয়ায় যে ছবিটি তিনি পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে আদৃত এক হাতে জড়িয়ে ধরে রয়েছেন তার মা’কে এবং আরেক হাতে ধরে রেখেছেন কৌশাম্বীকে। জন্মদিন সেলিব্রেশনের পরে এই ছবিটি তোলা হয়েছিল।

Advertisements

ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘যারা তোমায় চেনে না ঠিক তাদেরও যেন ভালো হয়। শুভ জন্মদিন আদৃত রায়। অনেক অনেক শুভেচ্ছা রইলো। অনেকটা পথ চলা বাকি।’ যা দেখার পর এটাই স্পষ্ট হয়েছে যে অনুরাগীদের জল্পনাই ঠিক। কৌশাম্বীর সাথেই সম্পর্কে রয়েছেন অভিনেতা। উল্লেখযোগ্য, ‘মিঠাই’ ধারাবাহিকে তারা দু’জনেই অভিনয় করছেন।

যেখানে নায়কের চরিত্রে রয়েছেন আদৃত এবং তার দিদির চরিত্রে অভিনয় করছেন কৌশাম্বী। এর আগে শোনা গিয়েছিল আদৃত এবং কৌশাম্বীর সম্পর্কের কারণে নাকি টিআরপি কমে যায় ‘মিঠাই’য়ের। অন্যদিকে এই বিষয়ে অভিনেতা থেকে প্রশ্ন করা হলে তিনি জানিয়েছিলেন তিনি কমিটেড। অবশ্য প্রেমিকার নাম প্রকাশ্যে আনেননি তখন।

Related Articles