Mithai: ‘ফুলকি’র শ্যুটিংয়ের মাঝেই সমুদ্র পাড়ে ঘুরতে গেলেন কৌশাম্বি! সঙ্গে উচ্ছেবাবুও গেলেন নাকি?

Advertisement

তবে কি কৌশাম্বি তার বয়ফ্রেন্ড আদৃতের সঙ্গে গেলেন সমুদ্র সৈকতে? সন্ধ্যা হলেই ঘরে ঘরে শুরু হয়ে যায় ‘জি–বাংলা’-র (Zee-Bangla) সিরিয়াল। সিরিয়ালগুলির মধ্যে একটি জনপ্রিয় সিরিয়াল হল- মিঠাই (Mithai)। বাংলার ঘরে কমবেশি সকলেই পছন্দ করে মিঠাই নামক সিরিয়ালটি এবং সিরিয়ালের প্রত্যেকটি চরিত্রকে। সিরিয়ালের দুটি প্রধান চরিত্র হলো- উচ্ছেবাবু এবং তার দিদিয়া। সিরিয়ালে তাদের ভাই-বোনের সম্পর্ক হলেও, পর্দার বাইরে কিন্তু সম্পর্কটা অন্যই শোনা যায়।

Advertisements

বেশ অনেকদিন ধরেই শোনা যাচ্ছে যে, উচ্ছেবাবু অর্থাৎ আদৃত রায়ের (Adrit Roy) সাথে তার দিদিয়া অর্থাৎ কৌশাম্বি (Koushambi) এটি মাখোমাখো সম্পর্ক রয়েছে। মিঠাই সিরিয়ালটিতে ইতি টানার সাথে সাথেই কৌশাম্বি নতুন একটি ধারাবাহিক ‘ফুলকি’-তে সুযোগও পেয়ে গেছেন। আর তারই মাঝে একঘেয়েমি কাটাতে পৌঁছে গেছেন সমুদ্র সৈকতে। গত মঙ্গলবার তিনি সমুদ্র সৈকতের পাড়ে বসে একটি ছবি শেয়ার করেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে যে, তিনি একটি হলুদ রঙের টপের সাথে ডেনিম জিন্স পরা।

Advertisements

মাথায় রয়েছে টুপি এবং চোখে সানগ্লাস। একটি দারুন প্রাণোচ্ছল লুকে তাকে দেখাচ্ছে। এই ছবির কমেন্টে অনেকেই মন্তব্য করেছেন যে, ছবিটি কি তার বয়ফ্রেন্ড আদৃতের তুলে দেওয়া? তবে কৌশাম্বি পরিষ্কার জানিয়েছেন যে, তিনি তার মেয়ে বন্ধুদের সঙ্গে একটি গার্লস ট্রিপে গেছেন। যদিও তাদের সম্পর্ক কেউই নিজের মুখে প্রকাশ করেননি। তবে মে মাসের প্রথমে তাদের দুজনের দুটি ছবি দেখে অনেকটাই আঁট করা যায় যে তারা একসঙ্গেই একই জায়গায় গিয়েছিলেন।

কৌশাম্বি যে রেস্টুরেন্টে গিয়েছিলেন তার ব্যাকগ্রাউন্ডের সাথে আদৃতের ছবির ব্যাকগ্রাউন্ড একদম একই ছিল। এর ফলে দর্শকদের ধারণা যে, তারা একই সাথে রেস্টুরেন্টে গিয়েছিলেন। এছাড়া নতুন ধারাবাহিক ফুলকি-তে কৌশাম্বিকে বিধবা বৌদির চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। হঠাৎ আদৃত সেদিন ফুলকির প্রোমোর একটি ছবি শেয়ার করে সবাইকে শুভেচ্ছা জানান। তো সেখান থেকেই সব দর্শকদের মধ্যে হইচই শুরু হয়ে যায় যে যেহেতু তার গার্লফ্রেন্ড কৌশাম্বি এই ধারাবাহিকে রয়েছে তাই তিনি ছবি শেয়ার করে শুভেচ্ছা জানান। তবে আসল কথা এখনো পর্যন্ত প্রকাশ্যে আসেনি।

Related Articles