ছয় মাসের অন্তঃসত্ত্বা ক্যাটরিনা! নতুন বছরে সুখবর দিলেন ‘চিকনি চামেলি’
খুব শীঘ্রই মা হতে চলেছেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাঈফ। এমনই জল্পনা চলছে দর্শকমহলে। বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হলেন ক্যাটরিনা। তার কেরিয়ারের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহলের শেষ নেই দর্শকদের। এইতো গত বছরই তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন অভিনেতা ভিকি কৌশলের সাথে। বিয়ে নিয়েও একাধিক সমালোচনা হয়েছিল দর্শকদের মাঝে।
আর এবার জল্পনা শুরু হয়েছে ক্যাটরিনা গর্ভাবস্থা নিয়ে। আসলে কয়েক মাস ধরেই তার প্রেগনেন্সির গুঞ্জন চলছিল বলিউডের অন্দরমহলে। আর সম্প্রতি বেশ কিছু ছবি ও ভিডিও প্রকাশ্যে এসেছে। যা দেখার পর সকলের সন্দেহ বেড়ে গিয়েছে বহুমাত্রায়। কিছুদিন আগে স্বামী ও শাশুড়ির সাথে সিদ্ধিবিনায়কের মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন এই অভিনেত্রী। সেখান থেকে তার কিছু ছবি প্রকাশ্যে আসে।
ছবিতে দেখা যাচ্ছে, একটি সবুজ রঙের ঢিলেঢালা সালোয়ার স্যুট পরে রয়েছেন তিনি। আর তাকে দেখে মনে হচ্ছে নাকি তিনি ৬ মাসের অন্তঃসত্ত্বা। কারো মতে তিনি সত্যিই গর্ভবতী আবার কারোর মতে তার বেবিবাম্প স্পষ্ট হয়েছে। অন্যদিকে কয়েকমাস ধরে টাইট পোশাক ছেড়ে ঢিলেঢালা পোশাক পরতে দেখা গিয়েছে এই অভিনেত্রীকে। এছাড়াও পাপারাজ্জিদের দেখলে তিনি এড়িয়ে গিয়েছেন।
যার ফলে দর্শকদের সন্দেহ আরো বেড়ে যাচ্ছে। যদিও এই বিষয়ে তিনি বা ভিকি কেউই মুখ খোলেননি। উল্লেখযোগ্য, খুব শীঘ্রই তার বেশ কিছু সিনেমা আসতে চলেছে। যে তালিকায় রয়েছে সলমন খানের ‘টাইগার 3’। এছাড়াও দক্ষিণের ‘মেরি ক্রিসমাস’ সিনেমায় দেখা যাবে তাকে। যেখানে তার চরিত্র গর্ভবতী মহিলার। এবার সত্যিই তিনি গর্ভবর্তী কিনা তা বোঝা যাবে কিছুদিনের মধ্যেই।