মায়ের কোলে থাকা এই মিষ্টি বাচ্চা মেয়েটি এখন বলিউডের নামকরা সুপারস্টার, নাম বলা চ্যালেঞ্জের

Advertisement

এবার মায়ের জন্মদিন উপলক্ষ্যে শৈশবের একটি ছবি ভাগ করে নিলেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী করিশ্মা কাপুর। যা দেখার পর ভালোবাসায় ভরিয়ে তুললেন অনুরাগীদের পাশাপাশি অন্যান্য তারকারাও। বলিউড ইন্ডাস্ট্রিতে এই অভিনেত্রীকে নিয়ে নতুন করে কিছু বলার অপেক্ষা রাখে না। একাধিক সুপারহিট সিনেমা তিনি উপহার দিয়েছেন দর্শকদের।

Advertisements

এছাড়া সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় তিনি। মাঝেমধ্যেই সেখানে বিভিন্ন ছবি ও রিল ভিডিও পোস্ট করেন। আর এবার মায়ের জন্মদিন উপলক্ষ্যে ছোটবেলার একটি ছবি ভাগ করে নিয়েছেন তিনি। যেখানে দেখা যাচ্ছে মা ববিতা কাপুর একটি অফ শোল্ডার ওয়েস্টার্ন পোশাক পরে রয়েছেন এবং করিশ্মার পরনে রয়েছে একটি গোলাপী ফ্রক।

Advertisements

ছবির ক্যাপশনে মায়ের অভিনীত একটি সিনেমার গানের কলি উল্লেখ করে সেখানে লিখেছেন, ‘শুভ জন্মদিন মা।’ সম্প্রতি, ছিয়াত্তরে পদার্পণ করলেন ববিতা কাপুর। তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অন্যান্যরাও। একরত্তি করিশ্মাকে দেখে ভালোবাসায় ভরিয়ে তুলেছেন সকলে। মালাইকা অরোরা যেমন লিখেছেন, ‘এটা খুবই মিষ্টি ছবি।’ একইসাথে জুড়ে দিয়েছেন একটি লাল হার্টের ইমোজি।

অন্যদিকে আবার মজা করতে ছাড়েননি করিনা। তিনি লিখেছেন, তার মা এতো হট বলেই তারাও হট হয়েছেন। উল্লেখযোগ্য, কাপুর পরিবারের নিয়ম মতোন বিয়ের পর ববিতা কাপুরকে অভিনয় ছাড়তে হয়েছিল। অন্যদিকে স্বামীর অত্যাধিক মদ্যপানের জন্য বিচ্ছেদদের পথে না হাঁটলেও দুই সন্তানকে নিয়ে আলাদা থাকতেন তিনি। এরপর একা হাতেই মানুষ করেছেন দুই মেয়েকে।

Related Articles