দিদি করিশ্মার এই সিদ্ধান্তে নষ্ট হয়ে যায় করিনার কেরিয়ার! কারণ জানলে চমকে যাবেন

দিদি করিশ্মা কাপুরের এই ভুলের কারণে নষ্ট হয়ে যায় বোন করিনা কাপুরের সোনালী কেরিয়ার। বলি (Bolly) ইন্ডাস্ট্রির জনপ্রিয় দুই অভিনেত্রী হলেন করিশ্মা কাপুর (Karishma Kapoor) এবং করিনা কাপুর (Kareena Kapoor)। যারা ব্যক্তিগত জীবনে দুই বোন। বলি ইন্ডাস্ট্রি জুড়ে রয়েছে দুই তারকা পরিবারের দাপট। আর সেই দুই তারকা পরিবার হল বচ্চন (Bachchan) পরিবার এবং কাপুর (Kapoor) পরিবার। একসময় রিয়েল লাইফে সম্পর্ক স্থাপন হওয়ার কথা হয়েছিল এই দুই পরিবারের।
বিবাহ সূত্রে এই দুই পরিবার একে অপরের আত্মীয়া হওয়ার কথা ছিল। কিন্তু পরবর্তীতে সেই সম্পর্ক আর হয়ে ওঠেনি। অভিনেত্রী করিশ্মা কাপুরের সাথে বিবাহ হওয়ার কথা ছিল অভিনেতা অভিষেক বচ্চন (Abhishek Bachchan)-এর। সেই সম্পর্ক বাগদান পর্ব পর্যন্ত এগিয়েছিল। কিন্তু পরবর্তীতে পারিবারিক বিবাদের কারণে সেই বৈবাহিক সম্পর্ক আর হয়ে ওঠেনি করিশ্মা-অভিষেক (Karishma-Abhishek)-এর মধ্যে। অন্যদিকে, দুই পরিবারের আত্মীয়ার সম্পর্ক ভেঙে যায়। এর পাশাপাশি বড় ধরনের ক্ষতি হয় করিশ্মার বোন করিনা কাপুরের।
প্রসঙ্গত, বিয়ের কয়েক দিন আগেই করিশ্মার মা ববিতা (Babita)-র সাথে অভিষেকের মা জয়া বচ্চন (Jaya Bachchan)-এর কোনো কারনে মনোমালিন্য হয়। আর তার ফলেই দুই পরিবার এই বিয়ে ভেঙে দিতে বাধ্য হয়। ২০০৩ সালে ভেঙে যায় তাদের সম্পর্ক। তবে দিদির বিয়ে ভেঙে যাওয়াতে তার প্রভাব পড়ে বোন করিনার উপর। পূর্বে অভিনেতা অভিষেক বচ্চনের সাথে ‘রিফিউজি’ (Refugee) ছবিতে অভিনয় করলেও পরবর্তীতে দুই পরিবারের মধ্যে সম্পর্ক ভেঙে গেলে করিনা বচ্চন ফ্যামিলির কারো সাথে স্ক্রিন শেয়ার করতে চায়নি।
যার ফলে তার অভিনয় জগতের প্রথম দিকে তিনি এই কারণে তার কেরিয়ার জীবন নষ্ট করে দেয়। ভালো ভালো ছবির অফার এলেও তা ফিরিয়ে দেন করিনা। তবে অন্যদিকে অভিনেত্রী করিশ্মা কাপুরের সাথে অভিষেক বচ্চনের বিবাহ ভেঙে গেলে তিনি গাঁটছড়া বাঁধেন সঞ্জয় কাপুর (Sanjay Kapoor)-এর সাথে। কিন্তু সেই সম্পর্ক বেশিদিন টেকেনি করিশ্মা কাপুরের। ফলে ২০১৪ সালে সেই সম্পর্ক থেকে সরে এসে সন্তানকে নিয়ে একাকী দিন কাটাচ্ছেন করিশ্মা। ফলস্বরূপ, বলা যায় বৈবাহিক জীবন খুব একটা ভালো কাটেনি অভিনেত্রী করিশ্মা কাপুর (Karishma Kapoor)-এর।