বিনোদন

অরিজিৎ সিংয়ের ডাক নাম কি? ফাঁস হল গায়কের ছোটবেলার মজাদার কাহিনী

তার জনপ্রিয়তা নিয়ে নতুন করে কিছুই বলার নেই, অরিজিৎ সিং বর্তমানে সুরের জগতে এক সম্রাটের নাম। স্যাড সং কিবা রোমান্টিক সং গানের গভীরে ঢুকে যেতে পারেন তিনি আর তাইতো ভারত ছাড়িয়ে তার জনপ্রিয়তা এখন সারা বিশ্বে। তবে এত জনপ্রিয়তা থাকলেও এখনো পর্যন্ত পাপারাজ্জিদের থেকে দূরে ছোটেন। নিজেকে খানিকটা আড়ালেই রাখতে চান।

কিন্তু আড়ালে রাখতে চাইলেও তার গান শুনে কেবল ক্ষান্ত হননা শ্রোতারা। কৌতুহলী হয়ে ওঠেন এমন তারকার শৈশবের কাহিনী শুনতেও। আজকে সামনে গায়ক অরিজিৎ সিং না শৈশবের অরিজিৎ-এর অজানা কাহিনি। মুর্শিদাবাদের জিয়াগঞ্জেই বড় হয়েছেন অরিজিৎ, সম্প্রতি তার বাবা কক্কর সিং সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দেন আর সেখান থেকেই উঠে এসেছে অরিজিতের ছোটবেলার কথা।

গায়কের বাবা নিজের ছোটবেলার কথা স্মৃতিচারণ করতে করতে এদিন বলেন “আমার মত সমুও শীতে কাবু হয় না”। জিয়াগঞ্জে গঙ্গার পাশে বাড়ি হওয়ার সুবাদে আগে শীত গ্রীষ্ম বর্ষা বাবা ছেলে দুজন প্রতিদিন গঙ্গায় স্নান করতেন এমনটাও জানিয়েছেন অরিজিৎ সিং এর পিতা।

তিনি আরো বলেন- ” সোমু একটু বড় হলে নিজেই গঙ্গায় স্নান করতে চলে যেত ঘন্টার পর ঘন্টা ধরে বন্ধুদের সাথে সাতার কাটতো।” তার বাবা জানান অরিজিৎ-এর পছন্দের খাবারের মধ‍্যে রয়েছে এই শীতের পিঠেপুলি। আবার ঘোরার জন্য পাহাড়ই পছন্দ সকলের প্রিয় গায়ক অরিজিৎ-এর। তবে তারকা হয়ে যাওয়ার পরেও এই পছন্দের কোনো বদল হয়নি আজো জিয়াগঞ্জের কাছে অরিজিৎ সকলের প্রিয় সোমুই।