Kajol Devgan: বিদেশী এই ছেলের সঙ্গে রাত কাটাচ্ছেন নাইসা! ফাঁস হল ছবি

Kajol Devgan: বিদেশী ছেলের সাথে প্রেম করছেন অজয়-কাজল কন্যা নাইসা, রাতও কাটাচ্ছেন তার সাথে। বলি ইন্ডাস্ট্রির জনপ্রিয় দুই তারকা হলেন অজয় দেবগন (Ajay Devgan) এবং কাজল (Kajol)। বাস্তবে যাঁরা স্বামী-স্ত্রী। বর্তমানে দুই সন্তান যুগ (Yug) এবং নাইসা (Nysa)-কে নিয়ে সুখে সংসার কাটছে এই যুগলের। প্রথম থেকেই পাপারাজিৎদের ক্যামেরা থেকে সন্তানদের দূরে রাখার চেষ্টা করেছেন অজয়-কাজল। তবে সাম্প্রতিক মেয়ে নাইসার জন্য সোশ্যাল মিডিয়ার লাইন লাইটে এই তারকা দম্পতি।
আলোকচিত্রদের থেকে দূরে থাকলেও সোশ্যাল মিডিয়াতে বেশ ভালই সক্রিয় থাকেন অজয়-কাজল (Ajay-Kajol)-এর কন্যা নাইসা (Nysa)। মাঝেমধ্যেই বোল্ড লুকে সোশ্যাল মিডিয়ায় ধরা দেন এই স্টারকিড। সম্প্রতি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানা গিয়েছে প্রেম করছেন নাইসা (Nysa)। লন্ডনের এক ব্যবসায়ীর ছেলের সাথে প্রেম করছেন নাইসা। রাতদিন তার সাথেই সময় কাটাচ্ছেন এই তারকা কন্যা। যা সোশ্যাল মিডিয়ার (Social Media) পাতায় ফুটে উঠেছে। সূত্রের খবর, লন্ডন (London)-এর এক স্বনামধন্য ব্যবসায়ীর ছেলে বেদান্ত মহাজন (Vedant Mahajan)-এর সাথে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন নাইসা (Nysa)।
বুড়ি বয়সে ফের সন্তানের মা হতে চলেছেন অজয় পত্নী কাজল! তুমুল চর্চা নেটদুনিয়ায়
সোশ্যাল মিডিয়ার পাতায় তাদেরকে প্রায়ই যুগলে দেখা যাচ্ছে। নেটিজেনদের একাংশের অনুমান, সম্ভবত বিদেশে পড়াশোনা করার সময়ই বেদান্তের সাথে পরিচয় হয় নাইসার। আর সেখান থেকেই তাদের এই যোগাযোগ।খবর রয়েছে, ছোট থেকেই নাইসা (Nysa) এবং বেদান্ত (Vedant) একসাথে পড়াশোনা করেছেন। স্কুল থেকেই তারা একে অপরের পরিচিত। তবে বর্তমানে ভারতে এসেছেন বেদান্ত। আর সেই পরিচয় সূত্রেই বেদান্তের সাথে নাইসার সময় কাটানোর ঝলক দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ার পাতায়।
প্রসঙ্গত, অজয় দেবগন (Ajay Devgan) এবং কাজল (Kajol)-এর দুই সন্তান যুগ এবং নাইসা। তবে এই দুই সন্তানের মধ্যে নাইসা যুগের থেকে বড়। পড়াশোনা সূত্রে ১৯ বছর বয়সী নাইসা থাকেন বিদেশে। অন্যদিকে যুগ ছোট হওয়ায় সে তার বাবা-মায়ের সাথে মুম্বাইতে থাকেন। তবে খবর রয়েছে, বিদেশে পড়াশোনা শেষ করেছেন নাইসা। খুব শীঘ্রই হয়তো তাকে বলিউডে ডেবিউ করতে দেখা যাবে। তবে এই বিষয়ে নিশ্চিত কোনো খবর পাওয়া যায়নি।