বিনোদন

রাতারাতি কিভাবে এত ফর্সা হলেন কাজল? ফাঁস হল গোপন তথ্য

কেরিয়ারের শুরুতে শ্যামবর্ণের ছিলেন তিনি, তবে হঠাৎ করেই হয়ে গেলেন ধবধবে ফর্সা! অভিনেত্রী কাজলের চেহারার এই পরিবর্তন নিয়ে নানান প্রশ্ন উঠেছে অনুরাগীমহলে সম্প্রতি। এবার তারই উত্তর দিয়েছেন তিনি। জানিয়েছেন তার এই সৌন্দর্য্যের রহস্য কী। ‘বাজিগর’ সিনেমা মুক্তি পাওয়ার সময় শ্যামবর্ণের ছিলেন এই অভিনেত্রী।

গায়ের রং নিয়ে তখন যাকে কটাক্ষ করা হলে তিনি জানান তা মেকআপের ভুল। যদিও এরপরের বেশ কয়েকটা সিনেমাতেও তাকে শ্যামবর্ণেরই দেখা গিয়েছে। তবে মা হওয়ার পর ভীষণই ফর্সা হয়ে যান তিনি। তার এহেন পরিবর্তন দেখে অনেকেই মনে করেছিলেন হয়তো মেলানিন ট্রিটমেন্ট করিয়েছেন তিনি।

আর এবার কীভাবে তিনি ফর্সা হয়েছেন এই প্রসঙ্গে কথা বলতে দেখা গিয়েছে তাকে। আসলে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছিলেন এই অভিনেত্রী। যেখানে দেখা যাচ্ছে একটি দোকানে দাঁড়িয়ে রয়েছেন তিনি। মুখ কালো মাস্কে আবৃত, চোখে রয়েছে সানগ্লাস।

যে ছবি দেখার পর সকলে তাকে প্রশ্ন করেন কীভাবে ফর্সা হয়েছেন এই অভিনেত্রী। এই বিষয়ে অভিনেত্রীর মতামত সূর্যের আলো থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে পেরেছেন বলেই তার চেহারায় ট্যান পড়ছে না। আগে রোদে ঘুরে কাজ করতেন বলেই নাকি তিনি কালো হয়ে গিয়েছিলেন।