দুধসাদা পোশাকে সুস্পষ্ট বক্ষভাজ, কাজলের উষ্ণতায় ঘাম ঝরছে পুরুষ ভক্তদের

সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার বা NMACC-র গালা অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বলিউডের একাধিক মুখ। বলি পাড়ার জনপ্রিয় অভিনেতা, অভিনেত্রী থেকে পরিচালক নিয়ে একেবারে জাঁকজমকপূর্ণ হয়ে উঠেছিল সেই অনুষ্ঠান। প্রত্যেকের পরনে নানান ডিজাইনের পোশাক। আর সেই পোশাকে ফুটে উঠেছে নানান নকশার কাজকর্ম। তেমনই সেই অনুষ্ঠানে মেয়ের সঙ্গে হাজির ছিলেন কাজল দেবগণ (Kajol Devgan)।
তবে মেয়ে নাইসা দেবগণের থেকে মা কাজলকে যে বেশিই সুন্দর লাগছিল তা আর বলে দিতে হয় না। অনুষ্ঠানের সন্ধ্যায় কাজলের পোশাক ও তার সাজ যেনো সকলের নজর কেড়ে নিয়েছিল। কাজলের পোশাক ছিল সত্যিই আকর্ষণীয়। কাজল নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সেই সাজের ছবি পোস্ট করতে ভোলেননি। ছবিতে কাজলকে দেখা গিয়েছে আইভরি হোয়াইট রঙের লম্বা পোশাকে।
পোশাকটি সাদা এবং ফুলস্লিভ। লম্বা পোশাকটি টেলরের মাধ্যমে মাটিতে লুটিয়ে পড়েছে। পোশাকটি নেকলাইন ডিপ হওয়ার কারণে কাজলের ক্লিভেজ উন্মুক্ত হয়ে উঠেছে। নেকলাইনে রয়েছে সাদা রং-এর মুক্তোর কাজ। গোটা পোশাক জুড়ে রয়েছে সাদা রং-এর সুতোর কাজ। এছাড়া তাতে ব্যবহার করা হয়েছে সাদা সিকুইনও।
পোশাক যেমন জাঁকজমকপূর্ণ পরেছেন তার সঙ্গে উজ্জ্বল মেকাপ করতে ভোলেননি তিনি। চোখে তিনি দিয়েছেন আইলাইনার। ঠোঁটে তিনি পরেছেন গোলাপি রং-এর ন্যুড লিপস্টিক। চুল বান দিয়ে বেঁধে তাতে মুক্তোর হেয়ার অ্যাকসেসরিজ জড়িয়েছেন। এর পাশাপাশি তার গলায় মুক্তোর হার৷ সেই মুক্তোর হারে রয়েছে সবুজ রং-এর স্টোন।
ছবিগুলি পোস্ট করে কাজল লিখেছেন, আত্মবিশ্বাস শুধু মনে থাকে না। সেটি মুখে ফুটিয়ে তুলতে হয়৷ চোখে তা নিয়ে আসে বিপ্লব ও জোগান দেয় সাহস। হাসিতে ফুটে ওঠে সৌন্দর্য। এই ছবি পোস্ট করতে তা ভাইরাল হতে সময় নেয়নি৷ প্রচুর মানুষ প্রশংসা করেছেন কাজলের লুক ও সাজের।