বিনোদন

শরীরের উচ্চতা মাত্র দুই ফুট, বহু বঞ্চনা সহ্য করে বিশ্বের দরবারে নায়িকা ভারতের জ্যোতি

উচ্চতা মাত্র ২ ফুট, ২৭ বছর বয়সী তরুণী পেলেন গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে বিশ্বের ক্ষুদ্রতম রমণীর তকমা। মহারাষ্ট্রের তরুণী জ্যোতি কিষাণজি অগমে পেলেন এই সেলেব্রিটি তকমা। শারীরিক ত্রুটির জন্য মানুষকে বিভিন্ন অপমানজনক মন্তব্য, কটূক্তি সহ্য করতে হয়, কিন্তু জ্যোতি যেন কিছুটা ব্যতিক্রম। ব্যঙ্গোক্তি তো নয়ই, উপরন্তু খ্যাতির তালিকায় নাম এলো তাঁর।

২৭ বছর বয়সে জীবনের বহুদিক দেখতে হয়েছে তাঁকে। জীবনের খামতি, ত্রুটি বিচ্যুতি সহ্য করতে হয়েছে। কিন্তু তার সাথে প্রাপ্তির কোটাও পূর্ণ হয়েছে তাঁর পুরোমাত্রায়। অল্প বয়সেই গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম ওঠার মতো সাফল্য এসেছে তাঁর ঝুলিতে।

জ্যোতির জন্য আলাদা ভাবে জামাকাপড় তো বটেই, বাসনপত্রও বানাতে হয়। ছোটোবেলা থেকে ডোয়ার্ফিজমে আক্রান্ত ছিলেন জ্যোতি। তাঁর পাঁচ বছর বয়সে বাবা মা বুঝতে পারেন সমস্যাটি। কিন্তু চিকিৎসায় সাড়া দেননি তিনি। জন্মের পর থেকে জ্যোতির ওজন মাত্র চার কেজি বেড়েছে এবং উচ্চতা ২ ফুটের পর আর বাড়েনি।

পাঞ্জাবি গায়ক মিকা সিংয়ের গানের ভিডিওতে মুখ দেখানোর সূত্রে পরিচিতি আরোই বেড়েছে জ্যোতির। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম ওঠা হয়তো তাঁর জীবনকে বদলে দিয়েছে, নইলে যেখানে আমাদের সমাজে চেহারা নিয়ে মানুষকে প্রতিমূহুর্তেই অপমানিত হতে হয়, সেখানে জ্যোতির পরিণতি খুব সুন্দর নাও হতে পারতো। জ্যোতির জীবন নিয়ে একটি তথ্যচিত্র তৈরি হয়েছে, যার নাম ‘টু ফুট টল টিন’।

Related Articles