রূপে-গুণে বলিউড অভিনেত্রীদেরও পাল্লা দেবে যীশু কন্যা সারা, দেখলে চোখ ফেরাতে পারবেন না
বাবার মতোই ধীরে ধীরে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যাচ্ছেন যীশু সেনগুপ্তের বড়ো কন্যা সারা সেনগুপ্ত! টলিউড ইন্ডাস্ট্রিতে এই অভিনেতাকে নিয়ে নতুন করে কিছু বলার অপেক্ষা রাখে না। দীর্ঘ বহু বছর ধরে তিনি ইন্ডাস্ট্রির সাথে যুক্ত রয়েছেন। এমনকি টলিউডের পাশাপাশি হিন্দি, তামিল, তেলেগু সিনেমাতেও কাজ করেছেন। বর্তমানে দক্ষিণী ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা তিনি।
বাবার মাতোই ধীরে ধীরে নিজস্ব পরিচিতি তৈরি করেছেন সারা সেনগুপ্ত। এই অভিনেতার দুই কন্যা সারা এবং জারা। যদিও বয়সের দিক থেকে সারা এখনো প্রাপ্তবয়স্ক নন। তবুও তিনি নিজের ফ্যাশন সেন্স এবং অভিনয়ের মাধ্যমে নিজের পরিচিতি গড়ে তুলেছেন। সোশ্যাল মিডিয়ায় তার অনুগামীর সংখ্যা হাজার হাজার। যেখানে মূলত নিজের কাটানো নানান মুহূর্তকে তুলে ধরেন তিনি।
বিশেষ করে ‘উমা’ নামক একটি সিনেমার মাধ্যমে তিনি জনপ্রিয়তা অর্জন করেছেন অর্থাৎ শুধুমাত্র বাবার পরিচয় নয় বরং নিজের অভিনয় দক্ষতার মাধ্যমে জনপ্রিয়তা পেয়েছেন তিনি। ২০১৮ সালে সৃজিত মুখার্জি পরিচালিত সিনেমা ‘উমা’র মাধ্যমে অভিনয় জগতে প্রবেশ করেন সারা। যদিও তার বাবা-মা কেও চাননি এতো অল্প বয়সেই তিনি অভিনয় জগতে আসুন।
তবে সৃজিতের কথাতেই তারা রাজী হয়ে যান। কারণ, চিত্রনাট্য পড়ে তাতে অভিনয়ের জন্য মত দিয়ে ফেলেছিলেন তারা। সারারও এই চিত্রনাট্য বেশ পছন্দ হয়েছিল বলে তিনি কাজের জন্য রাজী হয়েছিলেন। প্রথমবার যদিও ক্যামেরার সামনে দাঁড়াতে বেশ নার্ভাস পড়েছিলেন তিনি। কিন্তু রক্তে অভিনয় থাকার কারণে সমস্ত বাঁধা পেরিয়ে ভালোমতোই অভিনয় করেছিলেন।