Jhund, ঘন বস্তির মধ্যে অমূল্য হিরের সন্ধানে অমিতাভ, গাঁজা খাওয়ার অফার পেলেন বলিউড শাহেনশাহ!
একদল দামাল ছেলে সঙ্গে নাছোড়বান্দা কোচ। বস্তির দুরন্ত ‘ঝুন্ড’কে ফুটবল শেখানোর দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নিয়েছেন অমিতাভ বচ্চন…সৌজন্যে নাগরাজ মঞ্জুল পরিচালিত ‘ঝুন্ড’। বহু প্রতীক্ষর অবশেষে সামনে এলো শাহেনশাহর আসন্ন ছবির ঝুন্ড-এর ট্রেলার।
সারাবিশ্বে অমিতাভ বচ্চনের ভক্তের সংখ্যা অগুনতি, ছবির অভিনেতা হিসেবে তো অবশ্যই। তাই ফের বিগবি-কে পর্দায় দেখার জন্য উৎসুক হয়েছিলেন দর্শকরা। এই ছবির ঘোষনার পর থেকেই অনুগামীদের মধ্যে উত্তেজনা ছিল তুঙ্গে সাম্প্রতিক প্রকাশিত হওয়া ট্রেলার সেই উত্তেজনা বাড়িয়ে দিলো দ্বিগুন।
শাহেনশাহ অমিতাভ বচ্চন অভিনীত চলচ্চিত্র “ঝুন্ড” মুক্তি পেতে চলেছে আগামী 4th march । ছবি ঘোষণার পর থেকেই শিরোনামে ছিল এই স্পোর্টস ড্রামা এবার সম্প্রতির সামনে এসেছে ছবির ট্রেলার। তিন মিনিট এক সেকেন্ডের এই ট্রেলারের শুরুতেই ফুটবল কোচ বিজয় বারশের চরিত্রে দেখা মিলেছে বিগ বি-এর। বস্তিতে বসবাসকারী একদল প্রতিভাবান ছেলেদের নিয়ে একটি ফুটবল দল গড়বেন বিজয়।
এনজিও বস্তি ফুটবল এর প্রতিষ্ঠাতা বিজয় বারসের জীবনকে কেন্দ্র করে গড়ে ওঠা এই ছবিতে দেখা যাবে কিভাবে বিজয় অপরাধপ্রবণ কিশোরদের দলকে একত্রিত করে তাদের জীবনের পরিবর্তন আনার চেষ্টা করে।
ঝুন্ড পরিচালনার দায়িত্বে রয়েছেন মারাঠি পরিচালক নাগরাজ পপাটলাল মঞ্জুল। স্লাম ফুটবলারদের ঝুন্ড আসলে কেমন ভাবে একজোট হয়ে একটা টিম হয়ে উঠবে বিজয় বারশের হাত ধরে তা দেখতে অবশ্যই যেতে হবে সিনেমা হলে। বিজয়ের চরিত্র কতটা ফুটিয়ে তুলতে পারছেন বিগবি সে জানতেও আগ্রহী হয়ে আছেন দর্শকরা। 4 মার্চ 2012 সিনেমা হলে মুক্তি পাচ্ছে ‘ঝুন্ড’। দেখুন সিনেমার ট্রেলার।