বেডরুম থেকে এমন ছবি দিলেন ‘ঝুমা বৌদি’, উত্তেজিত পুরুষ ভক্তরা
ভোজপুরি ইন্ডাস্ট্রিতে জনপ্রিয়তা থাকলেও বাংলার বেশিরভাগ মানুষ তাকে চেনেন ‘ঝুমা বৌদি’ হিসেবে। ‘দুপুর ঠাকুরপো’ ওয়েব সিরিজে অভিনয়ের পর তার জনপ্রিয়তা বেড়েছে বাংলা ইন্ডাস্ট্রিতেও। তিনি হলেন মোনালিসা ওরফে অন্তরা বিশ্বাস (Antara Biswas)। তবে এর আগে কিংবা এরপর আর তাকে দেখা যায়নি। ভোজপুরি ইন্ডাস্ট্রিতে নাম যেমন কামিয়েছেন তেমনই মুম্বাইতেও তার জনপ্রিয়তা কম নয়।
বয়স ৪০ পেরিয়ে গেলেও তাকে দেখে বোঝার উপায় নেই। কারণ নিজের রূপ ও জৌলুশ এখনও নিজের হাতেই। এই বয়সেও তার লুক দেখলে মনে হয় কোনো তরুণী তিনি। সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় তিনি। নানান ছবিতে তিনি নিজেকে ধরা দেন। কখনও পশ্চিমী পোশাকে আবার কখনও বাঙালিয়ানায় নিজেকে ধরা দেন তিনি। কখনও বিকিনিতে শরীরী হিল্লোল তোলেন অন্তরা।
সম্প্রতি নিজের সোশ্যাল হ্যান্ডেলে একাধিক ছবি পোস্ট করেছেন তিনি। যেখানে তাকে দেখা গেলো বেডরুমের ভিতর। দুধসাদা বিছানার উপর স্বল্প পোশাকে তাকে দেখা গেলো। রুপোলী রং-এর ঝলমলে সরু ফিতের ঢিলেঢালা পোশাক ও দুধসাদা রং-এর হট প্যান্ট। পোশাকের ফাঁকে উঁকি দিচ্ছে বক্ষ বিভাজিকা। প্যান্টের নিচে ফর্সা উরু প্রকাশ পাচ্ছে।
সঙ্গে হালকা মেকাপে ও খোলা চুলে আরও আকর্ষণীয় হয়ে উঠেছেন তিনি। এই ছবি পোস্ট করে তিনি ক্যাপশনে লিখেছেন, “মানুষজন আমাকে যেভাবে দেখতে চায়, সেভাবে হয়ে না থাকতেই আমি বেশি ভালবাসি”। তাকে এমন সাজে দেখে ঘুম ছুটেছে অনেকেরই। পোস্টটি ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়।