ঢিলেঢালা পোশাকের ফাঁকে যৌবনের উঁকি, ঝুমা বৌদির এই রুপ দেখে ঘুম উড়েছে পুরুষ ভক্তদের
ভোজপুরি দুনিয়ায় বেশ জনপ্রিয় অভিনেত্রী তিনি। তার শরীরী উন্মাদনা সকলকে মাতিয়ে তোলে। তবে বাংলা ইন্ডাস্ট্রিতে তাকে সকলে ঝুমা বৌদি নামে চেনে। কারণ ‘দুপুর ঠাকুরপো’ ওয়েব সিরিজে তিনি ‘ঝুমা বৌদি’ হিসেবে কাজ করেছেন। তিনিই হলেন মোনালিসা ওরফে অন্তরা বিশ্বাস (Antara Biswas)।
তিনি বাংলা ইন্ডাস্ট্রি নিজেকে জনপ্রিয় করতে না পারলেও মুম্বাইতে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। হিন্দি ধারাবাহিকে তার অভিনয় জনপ্রিয়। অভিনেত্রী পর্দার পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। নিজের নানান ছবি মাঝেমধ্যে পোস্ট করে তাকেন তিনি৷ সম্প্রতি তাকে দেখা গেলো একাধিক ছবি পোস্ট করতে। লাল রঙের স্লিভলেস ঝলমলে ক্রপ টপে দেখা মিলল তার।
সঙ্গে পরেছেন রুপোলী রং-এর প্যান্ট। তার ক্রপ টপের ফাঁক দিয়ে উঁকি দিচ্ছে বক্ষ বিভাজিকা। সঙ্গে পরেছেন মানানসই গয়না, স্মোকি মেকাপ, ঠোঁটে বোল্ড লিপস্টিক ও খোলা চুলে সকলকে মুগ্ধ করতে ছাড়েননি মোনালিসা। খোলা চুলে আরও আকর্ষণীয় হয়ে উঠেছেন তিনি। বাড়ির মধ্যে জানালার ধারে, আবার কখনও ব্যালকনিতে দাঁড়িয়ে ক্যামেরাবন্দী হয়েছেন তিনি।
ছবিগুলি পোস্ট করে তিনি লিখেছেন, “ইভেন্ট তৈরি”। এরপর জুড়ে দিয়েছেন একটি ভালোবাসার ইমোজি। এর পাশাপাশি তিনি ডিজাইনার, মেকাপ আর্টিস্টকে ধন্যবাদ জানাতে ভোলেননি। এই আবেগময় ছবিতে মোনালিসাকে দেখে ঘুম উড়েছে নেট দুনিয়ার মানুষের। ইতিমধ্যে ভাইরাল হয়েছে ছবিগুলি।