বিনোদনভাইরাল ভিডিও

স্বল্প পোশাকে নোংরা নাচ ‘পটল’ হিয়ার, দেখে অশ্লীল মন্তব্যে ভরালেন নেটিজেনরা

আরো একবার নাচের ভিডিওর কারণে তুমুল কটাক্ষের শিকার হলেন টেলি ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হিয়া দে। ‘পটল কুমার গানওয়ালা’ ধারাবাহিকের সেই পটলকে নিশ্চয়ই মনে আছে। তিনি আর ছোট নন বরং বেশ বড়ো হয়ে উঠেছেন। আর তার আদবকায়দা কোনো বড়ো অভিনেত্রীর থেকে কম নয় যার প্রমাণ মেলে তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে উঁকি দিলেই।

যেখানে বিভিন্ন সময় বিভিন্ন ছবি ও রিল ভিডিও পোস্ট করেন তিনি। আর সেগুলোর জন্য কম কটাক্ষের সম্মুখীন হতে হয় না এই অভিনেত্রীকে। যদিও কোনো কিছুরই তোয়াক্কা করেন না তিনি বরং নিজের মতোই ভিডিও আপলোড করে যান। সম্প্রতি সেরকমই একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। যেখানে দেখা যাচ্ছে ‘ঝুমে জো পাঠান’ নামক গানটিতে নেচেছেন তিনি।

নাচের সময় তার পরনে ছিল ডেনিম হট প্যান্ট এবং কালো শর্ট টপ। অন্যরকম ভঙ্গিমায় রিল ভিডিওটি তৈরি করেছেন তিনি। যা দেখার পর নানান রকম মন্তব্য করেছেন নেটিজেনরা। কেউ কেউ যেমন তার প্রশংসা করেছেন আবার কেউ কেউ কটাক্ষ করতেও ছাড়েননি। কেউ তার স্টেপ নিয়ে এবং কেউ তার পোশাক নিয়ে কটাক্ষ করেছেন।

তবে এই প্রথম না এর আগেও একাধিকবার এই সমস্যার সম্মুখীন হয়েছেন তিনি। যদিও কোনো সময় এই বিষয়টি নিয়ে বেশি মাথা ঘামাননি অভিনেত্রী। বরং নিজের ছন্দেই জীবনযাপন করছেন। উল্লেখযোগ্য প্রথম ধারাবাহিকের মাধ্যমে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছিলেন হিয়া। এরপর আর তাকে পেছন ফিরে তাকাতে হয়নি, কাজ করেছেন একাধিক ধারাবাহিকে।