Advertisements

রূপ নগনের রূপবতী তকমা পেল ‘মা’-এর ঝিলিক, ভাইরাল ছবিতে উত্তাল সোশ্যাল মিডিয়া

Advertisements

একসময় স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক মা তে ছোট্ট ঝিলিকের চরিত্রে অভিনয় করে প্রত্যেক দর্শকের মন জয় করে নিয়েছিলেন তিথি। নিজের মাকে ফিরে পাওয়ার জন্য ছোট্ট ঝিলিকের সংগ্রাম চোখে জল এনে দিয়েছিলো সকল দর্শকদের। তার মন কারা অভিনয়ের দ্বারা সেই ছোট্ট বয়সেই প্রতিটি সিরিয়াল প্রেমীর মনে আলাদা জায়গা করে নিয়েছিলেন তিথি। ছোট্ট ঝিলিকের কষ্ট দেখে সকলের মনই কেঁদে উঠতো তার জন্য।

তিথি নিজের অভিনয়ের ছাপ শুধু সিরিয়ালেই ফেলেনি, তার সাথে বড় পর্দাতেও একই রকম সাবলীল অভিনয় করেছে। অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সাথে বন্ধু সিনেমায় অভিনেতার ছেলের চরিত্রে ছোট্ট তিথির অভিনয় ছিলো প্রশংসনীয়।

তবে এখন অবশ্য সকলের প্রিয় সেই ছোট্ট ঝিলিক আর ছোট্টটি নেই, এখন ঝিলিক ওরফে তিথি এখন সুন্দরী যুবতী, বর্তমানে সে চুটিয়ে মডেলিং করছে, মাঝে মধ্যেই তার বিভিন্ন ছবি ভাইরাল হতে দেখা যায় সোশ্যাল মিডিয়ায়, একের পর এক নিজের বোল্ড অবতারের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে রীতিমতো নিজের অনুরাগীদের ক্লিন বোল্ড করে দেন তিথি।

সম্প্রতি, তেমনই তিথির একটি একটি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ছবিটিতে একটি ঝলমলে ওয়েস্টার্ন শর্ট ড্রেসে দেখা যাচ্ছে তিথিকে। সঙ্গে পায়ে মানানসই হাই হিল, একটি চেয়ারের উপর বসে বোল্ড অবতারে ক্যামরায় ধরা দিয়েছে তিথি। তাঁর এই ছবি পোস্ট করার সাথে সাথেই তাতে পছন্দের সংখ্যা বেড়েছে হুহু করে।

তার এক অনুরাগী তো তিথিকে রূপ নগরের রুপবতী বলে সম্মোধন করেন। তিথির এই ছবিটি নেট মাধ্যমে ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে।

Related Articles