Jhilik: যাত্রী হিন এই রাত্রি গুলোর বন্ধু হবে কে? ক্যাপশনে ঝড় “ঝিলিক” তিথির
সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় তিথি বসু (Tithi Basu)। তিনি সামাজিক মাধ্যমে বেশ সক্রিয় থাকেন তাই তার ফলোয়ার অনেকটাই বেশি। এর পাশাপাশি তিনি একজন সফল ইউটিউবার। কিছুদিন আগে সমুদ্র সৈকত থেকে একটি ছবি নিজের সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করেন তিনি। সেখানে তিনি লেখেন তিনি হানিমুনে গিয়েছেন। এই ছবির পর বেশ গুঞ্জন শুরু হয়।
তবে সম্প্রতি আরও একটি ছবি নিজের সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করে সকলকে চমকে দিয়েছেন তিনি। সম্প্রতি বধূর সাজে নিজেকে ধরা দিলেন তিথি। তিথির শেয়ার করে নেওয়া ছবিতে তাকে দেখা যাচ্ছে বাঙালি বধূর বেশে। তিনি পরেছেন সোনালী পাড় দেওয়া কমলা রঙের বেনারসি ও মানানসই ব্লাউজ। সঙ্গে মানানসই মেকাপ ও গলায় নেকপিস। কানে পরেছেন ঝুমকো।
চুল খোঁপা করে বেঁধে তাতে দিয়েছেন সাদা রং-এর ফুলের মালা। হাতে রয়েছে শাখা পলা নোয়া৷ কপালে রয়েছে তার লাল সিঁদুর। তিথি এমন সাজে একটি সোফায় বসে রয়েছেন। এই ছবি নিজের সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করে তিথি লিখেছেন, “যাত্রীহীন এই রাত্রিগুলোর বন্ধু হবে কে?” এই ছবিটিতে তিথির বন্ধুরা মজা করে লিখেছেন, “এটি কে?”
এর উত্তরে তিথি বলেছেন, “এটি তার মত দেখতে একটি মেয়ে”। এদিকে তিথির এহেন নতুন ছবি দেখে নেট দুনিয়ার সকলের মনে প্রশ্ন চিহ্ন। তারা মনে করছেন এটি হয়তো তিথির আগামী ধারাবাহিকের লুক। তবে তিথি এই বিষয়ে কিছুই বলেননি। বর্তমানে সাইকোলজি নিয়ে স্নাতক হয়েছেন তিথি। ‘মা’ ধারাবাহিকের ‘ঝিলিক’ চরিত্রে অভিনয় করে জনপ্রিয় হলেও পড়াশোনার কারণে নিজেকে ক্যামেরা জগত থেকে গুটিয়ে নিয়েছেন তিনি।