Jhilik: বহু বছর আগে হারানো ভাইকে খুঁজে পেল ঝিলিক, এবার মা’কে খোঁজার পালা!

এবার ভাই বিল্টুর সাথে মা’কে খোঁজ করার পরিকল্পনা করলো সকলের প্রিয় ঝিলিক! কী অবাক হচ্ছেন তো? ভাবছেন অনেকদিন আগেই তো এই ধারাবাহিকটি শেষ হয়ে গিয়েছে। তাহলে হঠাৎ করে মায়ের কেন খোঁজ করছে তারা? আসুন তাহলে সম্পূর্ণ বিষয়টি খোলসা করেই বলা যাক। একসময় স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ছিল ‘তোমায় ছাড়া ঘুম আসেনা মা।’
ধারাবাহিকের জনপ্রিয়তা এতোটাই বেশি ছিল যে সেটি দীর্ঘ পাঁচ বছর ধরে চলেছিল। এমনকি সেই ধারাবাহিক শেষ হয়ে গেলেও আজও তাকে মনে রেখেছেন দর্শকেরা। যেখানে ঝিলিকের চরিত্রে অভিনয় করেছেন তিথি বসু এবং তার ভাই বিল্টুর চরিত্রে দেখা গিয়েছিল আয়ুষ দাসকে ধারাবাহিক শেষ হয়ে যাওয়ার পর কেটে গিয়েছে দীর্ঘ সময়।
বর্তমানে দু’জনেই অনেকটা বড়ো হয়ে গিয়েছেন। তবে পর্দার সেই দিদি-ভাইয়ের সম্পর্ক আজও অটুট রয়েছে। তাইতো একসঙ্গে এবার মায়ের খোঁজ করার পরিকল্পনা করেছেন তারা। সম্প্রতি আয়ুষের সাথে একটি ছবি পোস্ট করেছেন তিথি। যেখানে দেখা যাচ্ছে অভিনেতার পরনে রয়েছে হলুদ টি-শার্ট, জিন্স আর তিথি পরেছিলেন টপ এবং জিন্স।
ক্যাপশনে তিনি লিখেছেন, ‘বিল্টু আর ওর হারিয়ে যাওয়া দিদি পরী। অবশেষে ভাই তার দিদিকে খুঁজে পেল। এবার একসাথে মা’কে খোঁজা হবে। অনস্ক্রিন ভাই হতে হতে কবে যে সত্যি নিজের ভাই হয়ে গিয়েছে বুঝিনি।’ এই দু’জনকে একসাথে দেখার পর রীতিমতো আবেগপ্রবণ হয়ে পড়েছেন দর্শকেরা। সকলেই পুরোনো দিনের কথা বলে প্রশংসা করেছেন তাদের।