Advertisements

চুপিসারে বিয়ে করলেন শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর! বলিউড জুড়ে তুঙ্গে জল্পনা

Advertisements

সোশ্যাল মিডিয়ার এখন বর্তমানে সেলেব কিডডের রমরমা, শ্রীদেবীর কন্যা জাহ্নবী কাপুর থেকে সাইফ আলী খানের মেয়ের সারা আলি খান। এই শ্রীদেবীর কন্যাকে দেখলে মায়ের পরিপূরক বলেই মনে হয় যেন। ইতিমধ্যে অভিনয় দক্ষতা দিয়ে বলিউডে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ধড়ক সিনেমা দিয়েই সকলের পছন্দের অভিনেত্রী হয়ে উঠেছেন তিনি।

2019 একটি সাক্ষাৎকারে তিনি তার বিয়ের ইচ্ছার কথা জানিয়ে ছিলেন। তার ইচ্ছা ছিল তিরুপতি মন্দিরে গিয়ে বিয়ে করবেন ছিমছাম হলেও তাতে যেন প্রাণ থাকে। কাঞ্জিভরম শাড়িতে সেজে ওঠার ইচ্ছে প্রকাশ করেছিলেন। কিন্তু তার কিছু পোস্ট দেখে মনে হচ্ছে হঠাৎ করেই চুপিসারে বিয়ে সেরে ফেলেছেন!! আর এই পোস্ট ঘিরেই কৌতূহলী হয়ে পড়েছেন নেটিজেনরা!! তার সেই পোস্ট ঘিরে শুরু হয়েছে চর্চা।

কি ছিলো পোস্টে?? আসলে ব্রাইডাল কিছু ছবি পোস্ট করেছেন জাহ্নবী আর তাতেই ভক্তরা সন্দেহ করেছেন যে তবে হয়তো চুপিসারে বিয়ে বা এনগেজমেন্ট সেরেছেন। কিন্তু বিষয়টি মোটেও তাই নয়। আসলে তিনি একটি ম্যাগাজিনের কভার গার্ল হয়েছেন আর সেই কভারের থিম ছিল ওয়েডিং। সেখানের জন্যই নানারকম বিয়ের সাজে সেজে উঠছে হয়েছিল তাকে।

তবে করোনা পরিস্থিতিতে এই রকম পোস্ট শেয়ার করে মন খারাপ হয়েছে তার। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এই ছবি পোস্ট করে নিজের মনের দ্বন্দ্ব শেয়ার করে নিয়েছে ভক্তদের সাথে। তিনি লিখেছেন “যে সমস্যার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি তাতে আমাদের সচেতন হওয়া উচিত। এই সময়ে এই ধরনের ছবি হয়তো পোস্ট করা ঠিক নয়।” তিনি জানিয়েছেন যে তিনি প্রমিস করেছিলেন বলে এই ছবি শেয়ার করেছেন কিন্তু ফটোশুটটি আসলে তখন করা যখন করোনা ভয়াবহ আকার ধারণ করেনি। তবে এই ছবিগুলো পোস্ট হতেই মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়েছে। প্রচুর মানুষ তার এই ছবিগুলি প্রশংসা করেছেন।

Related Articles