‘শিলা কি জওয়ানি’তে মাত করলেন শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর, মুহূর্তে ভাইরাল ভিডিও

বি টাউনের নায়িকাদের প্রতি সময়ই থাকতে হয় স্লিম ট্রিম একেবারে পারফেক্ট ফিগারের। আর সেই পারফেক্ট ফিগার পেতে তাদের করতে হয় অনেকখানি কসরত। দিনের প্রায় অর্ধেক সময়ই তারা কাটিয়ে দেন জিমে, আর এইসব বলি অভিনেত্রীদের বিভিন্ন জিম লুকের ফটো ও ভিডিও মাঝে মধ্যেই ভাইরাল হয় নেট দুনিয়ায়। আর এইসব নায়িকাদের মধ্যে অন্যতম হলেন শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর। প্রায়শই জাহ্নবীর জিম লুকের বিভিন্ন ভিডিও ভাইরাল হয়ে পরে নেট দুনিয়ায়। তবে এবার শরীর চর্চা করতে গিয়ে রীতিমতো কালঘাম ছুটল জাহ্নবীর, আর তাই জিমের কষ্ট দূর করতে গান ধরলেন নায়িকা।
সম্প্রতি জাহ্নবী একটি ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন যেখানে জিম ট্রেনার এর কড়া ইন্সট্রাকশন অনুযায়ী শরীরচর্চা করতে গিয়ে নাস্তানাবুদ জাহ্নবী। আর সে কারণেই তিসমার খান সিনেমার জনপ্রিয় গান শিলা কি জাবানি গেয়ে উঠলেন জাহ্নবী। ভিডিওটি পোস্ট করে ক্যাপশন জাহ্নবী লেখেন, জিম টিপস- শরীরচর্চায় অনুপ্রেরণা লাগলে শিলার কথা মনে করো… আর তাতেও কাজ না হলে বাড়ি ফিরে যাও!’
শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর বি টাউনে ধীরে ধীরে পাকাপোক্ত করছে নিজের জায়গা, কিছুদিন আগে মুক্তি পেয়েছে জাহ্নবী এর অভিনীত ছবি রুহি, দর্শক মনে বেশ সাড়া ফেলেছে এই হরর কমেডি ছবিটি, অনেকের মতেই নিজের অভিনয় দক্ষতায় আগের থেকে অনেক বেশি সাবলীল হচ্ছেন জাহ্নবী।
সম্প্রতি মালদ্বীপ থেকে ছুটি কাটিয়ে এসেছে জাহ্নবী, সেখান থেকে বিকিনির লুকের একের পর এক ছবি পোস্ট করে নেট মাধ্যমের উষ্ণতা বাড়িয়েছে জাহ্নবী। আর ফিরে এসে এবার মন দিলেন নিজের শরীর চর্চায়। ইতিমধ্যে গুডলাক জেরি’র শুটিং শেষ করেছেন নায়িকা। এরপর দস্তানা ২ ছবিতে জাহ্নবীকে দেখা যাবে কার্তিক আরিয়ানের বিপরীতে।