বাথরুমের দরজা আটকান না শ্রীদেবী কন্যা জাহ্নবী, কারণ জানলে অবাক হবেন

মা শ্রীদেবীর নির্দেশে বড়ো কন্যা জাহ্নবীর বাথরুমে কোনো ছিটকিনি লাগানো হয়নি! এখনো পর্যন্ত ওভাবেই বাথরুমটি ব্যবহার করেন এই অভিনেত্রী। কি অবাক হচ্ছেন তো? ভাবছেন এর নেপথ্যে ঠিক কী কারণ রয়েছে? আসুন তাহলে বিষয়টি খোলসা করেই বলা যাক। বলিউডের প্রথম মহিলা সুপারস্টার শ্রীদেবী এবং প্রযোজক বনি কাপুরের বড়ো কন্যা জাহ্নবী।
মায়ের মতোই অভিনয়কে পেশা হিসেবে বেছে নিয়েছেন তিনি। ‘ধড়ক’ সিনেমার মাধ্যমে কেরিয়ার শুরু করেছেন এই অভিনেত্রী। তবে একটাই আক্ষেপ মা তার অভিনয় দেখে যেতে পারেননি। কারণ, ২০১৮ সালে পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন শ্রীদেবী। তবে তার আগে নিজস্ব উপার্জন থেকে চেন্নাইতে একটি বাংলো তৈরি করেছিলেন তিনি। বিভিন্ন দেশ থেকে বিভিন্ন জিনিস এনে বাংলোটি সাজিয়ে তুলেছিলেন অভিনেত্রী।
যদিও জলের পাইপ লিক করে বাংলোটির কিছুটা অংশ নষ্ট হয়ে গিয়েছিল। পরে সেটি ঠিক করিয়েছেন বনি কাপুর। অন্যদিকে মায়ের মৃত্যুর পর মায়ের ঘরটি পেয়েছেন জাহ্নবী। তবে সেই ঘরের বিশেষত্ব হলো সাথে যে বাথরুমটি রয়েছে তাতে ছিটকিনি নেই। কারণ, শ্রীদেবী মনে করতেন বাথরুমে গিয়ে তার মেয়ে ফোনে ছেলেদের সাথে কথা বলবেন।
সেই কারণেই নাকি ছিটকিনি লাগাতে দেননি তিনি। পরবর্তী সময়েও ওই বাথরুম তেমনই রয়ে গিয়েছে কোনরকম পরিবর্তন করা হয়নি। আপাতত সেই ঘরই ব্যবহার করেন জাহ্নবী। অন্যদিকে বলিউডে অভিনয়ের পাশাপাশি খুব শীঘ্রই তিনি দক্ষিণী ইন্ডাস্ট্রিতে পা রাখতে চলেছেন। জুনিয়র এনটিআর’এর বিপরীতে দেখা যাবে তাকে।