বারবার পোশাক বিভ্রাটে পরেও লজ্জা নেই…! রেড কার্পেটে হাঁটতে গিয়ে আবারও অপ্রস্তুত “শ্রীদেবী কন্যা” জাহ্নবী (ভিডিও)

তারকাদের জন্য পোশাক বিভ্রাট বিষয়টি কোনো নতুন ব্যাপার নয়। পোশাক বিভ্রাটের কারণে মাঝেমধ্যেই ‘উপস’ মোমেন্টের শিকার হতে হয় তাদের। আসলে সচরাচর তারা বিভিন্ন পোশাক নিয়ে এক্সপেরিমেন্ট করে থাকেন। যে কারণে অনেক সময় সমস্যায় পড়তে হয়েছে অভিনেত্রীদের। আর সবথেকে বেশি এই সমস্যার সম্মুখীন হয়েছেন জাহ্নবী কাপুর।
এর আগে একাধিক বার দেখা দিয়েছে মঞ্চে ওঠার আগে রীতিমতো যুদ্ধ করতে হয়েছে তাকে। সম্প্রতি সেরকমই আবার এক পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে অভিনেত্রীকে। কারণ, মঞ্চে ওঠার ঠিক পাঁচ মিনিট আগেই গাউন নিয়ে সমস্যায় পড়েছিলেন তিনি। জমকালো একটি গাউনে অসাধারণ সুন্দরী লাগছিল তাকে। তবে সেটি পরার পর হাঁটতে গিয়েই ঘটলো বিপত্তি।
বারবার গাউনের পেছনের অংশ তার পায়ে আটকে পড়ছিল। এরপর কোনরকমে সাজশিল্পী এসে পেছন থেকে পোশাকটি ঠিক করে দিয়েছেন। যে ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা দেখার পর অনেকেই মন্তব্য করেন ‘শুধু শুধু নিজেকে কষ্ট দেওয়া।’ আবার কারোর মতে, ‘এমন পোশাক পরার প্রয়োজন কী? কিছুদিন আগেও এরকম এক অবস্থায় পড়েছিলেন তিনি।
মুম্বাইয়ের একটি চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে রেড কার্পেটে হাঁটার আগে গাউনের চেন কেটে গিয়েছিল। ইনস্টাগ্রাম সেই ছবি পোস্ট করেছিলেন তিনি। যার একটি দেখা যায় পোশাকশিল্পী পেছন থেকে তার পোশাক সেলাই করছেন। তিনি ছবি পোস্ট করে লিখেছিলেন, ‘যখন রেড কার্পেটে হাঁটার ৫ মিনিট আগে এবং স্টেজে পারফর্ম করতে ওঠার ১২ মিনিট আগে তোমার গাউনের চেন কেটে যায়! ভাবো, সেই অবস্থা!’