দুধসাদা বিছানায় হেলান দিয়ে এমন পোজ, ইশার উষ্ণ ছবিতে নিয়ন্ত্রন হারালেন পুরুষ ভক্তরা

Advertisement

সম্প্রতি এবার বিছানার পাশে লাস্যময়ী অবতারে দেখা গেল টলিউডের জনপ্রিয় অভিনেত্রী ইশা সাহাকে। তার আবেদনময়ী চাহনি যেন উষ্ণতা বাড়িয়ে তুলেছিল বহুমাত্রায়। টলিউড ইন্ডাস্ট্রির এই অভিনেত্রীকে নিয়ে নতুন করে কিছু বলার অপেক্ষা রাখে না। বাংলা ধারাবাহিকের মাধ্যমে কেরিয়ার শুরু করেছিলেন তিনি। তবে এরপর তাকে দেখা যায় বড়োপর্দায়।

Advertisements

‘প্রজাপতি বিস্কুট’ সিনেমার মাধ্যমে টলিউড ইন্ডাস্ট্রিতে নিজের যাত্রা শুরু করেন অভিনেত্রী। আর তাকে পেছন ফিরে তাকাতে হয়নি, হাতে এসেছে একাধিক কাজ। একাধিক সুপারহিট সিনেমা তিনি উপহার দিয়েছেন দর্শকদের। যে তালিকায় রয়েছে ‘কাছের মানুষ’, থেকে শুরু করে ‘সোয়েটার’এর মতোন সিনেমা।

Advertisements

তবে এসবের পাশাপাশি নিজের জন্য আলাদা সময় রাখতে ভোলেন না ইশা। নিজের কাটানো বিভিন্ন মুহূর্তের ছবি বা রিল ভিডিও তিনি ভাগ করে নেন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। যেগুলি ভাইরাল হয়ে যায় ঝড়ের গতিতে। এছাড়া বিভিন্ন পেজ থেকেও তার ছবি প্রকাশ্যে আসে। সেরকমই এবার একটি পেজে পোস্ট করা হয়েছে তার একটি ছবি।

যেখানে দেখা যাচ্ছে বেডরুমে বিছানার পাশে বসে রয়েছেন তিনি। পরনে রয়েছে স্লিভলেস রংবেরঙের টপ সাথে হালকা মেকআপ, খোলা চুল। ক্যাপশনে রয়েছে, ‘উষ্ণ গ্রীষ্মকাল এবং ইশা তাকে আরো উষ্ণ বানিয়ে তুলেছেন।’ সত্যিই যেন তাই, তার এই চাহনি উষ্ণতা বাড়িয়ে তুলেছে বহুমাত্রায়। তাইতো পোস্ট হতেই ভাইরাল সেই ছবি। বিভিন্ন প্রশংসাসূচক মন্তব্যে ভরিয়ে তুলেছেন নেটিজেনরা।

Related Articles