কপাল পুড়লো ঝোরার! ‘কমলিকা’ হয়ে মহার্ঘ্যর জীবনে আসতে চলেছেন টলিউডের এই সুন্দরী নায়িকা, এবার জমবে খেলা!

টেলিভিশনের পর্দায় যেসমস্ত ধারাবাহিক সম্প্রচারিত হয় তার মধ্যে বেশিরভাগ ধারাবাহিকে দেখা যায় ধারাবাহিক যে গল্পের উপর ভিত্তি করে শুরু হয়েছিল একসময় সেই গল্প হারিয়ে যায়। এরপর ধীরে ধীরে ধারাবাহিকের প্লট পরিবর্তন হতে শুরু করে। এছাড়া নায়ক ও নায়িকার জীবনে তৃতীয় ব্যক্তির প্রবেশ প্রায় ধারাবাহিকে দেখা যায়। আর এই তালিকায় বাংলা টেলিভিশনের একাধিক ধারাবাহিক জায়গা করে নেবে।
তেমনই একটি ধারাবাহিক হল ‘বালিঝড়’। কিছুদিন হল শুরু হয়েছে এই ধারাবাহিকটি। এই ধারাবাহিক শুরু হয় ত্রিকোণ প্রেম দিয়ে। তবে বর্তমানে সেটি চারকোণের রূপ নিয়েছে। প্রথমে কাহিনিতে ছিল ঝোড়া, মহার্ঘ্য ও স্রোত। তবে বর্তমানে এই তিনজনের মধ্যে আরেকজন প্রবেশ করেছে। ঝোড়ার বাবা তার মেয়ের বিয়ে ঠিক করেন মহার্ঘ্যর সঙ্গে।
কিন্তু তার মেয়ে ঝোড়া মহার্ঘ্যকে নয়, স্রোতকে ভালোবাসে। ঝোড়ার বাবা একজন মন্ত্রী হলেও সে সরল, সাদামাটা জীবন পছন্দ করে। ঝোড়া তার জীবনের সঙ্গে মিল খুঁজে পেয়েছে স্রোতের। তাই স্রোতের প্রতি সে দুর্বল হয়ে পড়ে৷ এদিকে ঝোড়ার বাবা সবকিছু জেনেও তিনি মেয়ের বিয়ে দেন মহার্ঘ্যর সঙ্গে। এরই মাঝে জানা যায় ঝোড়া কিছুতেই মানতে পারছে না মহার্ঘ্যকে।
মহার্ঘ্য জানায় সে ঝোড়াকে ডিভোর্স দেবে। এরই মাঝে কাহিনির প্লট পরিবর্তন হয়। এবার মহার্ঘ্যর জীবনে আসতে চলেছে নতুন মেয়ে। আর তিনি হলেন ‘এক্কা দোক্কা’ বুবলু ওরফে অভিনেত্রী ঈপ্সিতা মুখার্জি (Ipsita Mukherjee)। জানা যায়, এই কমলিকা মহার্ঘ্যকে ভালোবাসে। মহার্ঘ্যর বাবার কাছে মানুষ সে। ইতিমধ্যে সেই চরিত্রে শ্যুটিং শুরু হয়েছে। খুব শীঘ্রই নতুন চরিত্রের দেখা মিলবে ধারাবাহিকে।