বিনোদন

সুশান্তের মৃত্যু তদন্তে CBI, রিয়ার আবেদন খারিজ করে চূড়ান্ত রায় দিলো সুপ্রিম কোর্ট

Advertisement
Advertisement

গত ১৪ জুন সুশান্ত হারা হয়েছে সিনে দুনিয়া। সুশান্তের মৃত্যু বলিউড সিনেমায় অপূরণীয় ক্ষতি তা বলাই বাহুল্য। ইতিমধ্যেই সুশান্ত মৃত্যু কাণ্ডে নাম জড়িয়েছে অভিনেত্রী রিয়া চক্রবর্তীর। আর এবার কিছুটা হলেও ন্যায় বিচার পেল অভিনেতা। সুশান্ত মৃত্যু কান্ডের রহস্য ফাঁস করতে আনুষ্ঠানিকভাবে ময়দানে নামার ছাড়পত্র পেল সিবিআই। সিবিআই জারি রাখবে সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্ত। শেষ রক্ষা হল না বুধবার বিচারপতি হৃষিকেশ রায়ের সিঙ্গল বেঞ্চ খারিজ করে দিল সুশান্ত মামলার মূল অভিযুক্ত রিয়া চক্রবর্তীর পিটিশন।

সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মেনে নিতে পারেননি অনুরাগীরা। ময়নাতদন্তের রিপোর্ট আত্মহত্যা বললেও তা মানতে নারাজ সুশান্তের পরিবার। বহুবার সুশান্তের মৃত্যুর পর উঠেছে স্বজনপোষণের অভিযোগ। অন্যদিকে সুশান্ত সিং রাজপুতের বাবা অভিনেতার মৃত্যুর জন্য অভিনেত্রী রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন। অবশেষে সুবিচার পেতে চলেছ সুশান্তের পরিবার। সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত অভিনেতার পরিবারের জন্য বড় জয়। এদিন সুপ্রিম কোর্ট স্পষ্ট করে জানিয়ে দিয়েছে সুশান্ত মৃত্যু মামলা তদন্ত করবার পূর্ণ জুরিসডিকশন ছিল পাটনা পুলিশের কাছে। এই মামলার এফআইআর দায়ের করবার বিহার সরকারেরও পূর্ণ অধিকার রয়েছে, এমনকি অধিকার রয়েছে এই মামলার সিবিআই তদন্তের সুপারিশ সিবিআইয়ের হাতে দেওয়ার।

এদিন বিচারপতি হৃষিকেশ সাফ জানান, ‘সুশান্ত মামলায় বিহার পুলিশের এফআইআর দায়ের করার পূর্ণ আইনি অধিকার রয়েছে। সুশান্তের মৃত্যুর পর মুম্বই পুলিশ এই মামলার ইনকুয়েস্ট করেছে। মুম্বই পুলিশ এই মামলায় সিবিআইয়ের সঙ্গে সহযোগিতা করতে বাধ্য এটাই নির্দেশ সর্বোচ্চ আদালতের’।

এই প্রসঙ্গে বিহার পুলিশের আইজি গুপ্তেশ্বর পান্ডে জানান, ‘ দেশের জনতার মনের শীর্ষ আদালত জন্য আগে থেকেই বিশ্বাস ছিল সেই বিশ্বাস আরও জোরদার হল এবার। এই সিদ্ধান্তে আমি প্রচন্ড খুশি। সুশান্তের মৃত্যুর মামলায় অবশ্যই ন্যায়বিচার হবে। আমাদের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছিল, আমাদের অফিসারকে কয়েদির মতো রাখা হয়েছিল। মুম্বই পুলিশ যা করছে সেটা অসাংবিধানিক। এই সিদ্ধান্ত ১৩০ কোটি ভারতীয় ভাবনার জয়, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের জয়’। অন্যদিকে এই প্রসঙ্গে সুশান্ত সিং রাজপুতের বাবার আইনজীবী বিকাশ সিং জানান, ‘ মুম্বই পুলিশ এই মামলায় ভুল দিশা দিয়েছিল। সিবিআইয়ের তদন্তে কোর্ট স্ট্যাম্প দিয়েছে এবং সুশান্ত সংক্রান্ত কোনও মামলা দায়ের হলে সেটা সিবিআই তদন্ত করবে স্পষ্ট জানিয়ে দিয়েছে সিবিআই’।

Web Desk

We belong to that group who are addicted to journalism. Behind us, there is no big business organization to support us. Our pens do not flow under any other’s commands.

Related Articles