বিনোদনভাইরাল ভিডিও

সুপারহিট হিন্দি গানে দুর্দান্ত নেচে তাক লাগাল ‘বাংলা মিডিয়াম’-র শিক্ষিকা ইন্দিরা, মুগ্ধ ভক্তরা

‘কৃষ্ণকলি’ ধারাবাহিকের ‘শ্যামা’-কে চেনেন না এমন কেউ নেই। কারণ এই ধারাবাহিকটি বাংলার ঘরে ঘরে হয়ে উঠেছিল জনপ্রিয়। এই ধারাবাহিকের হাত ধরে প্রথম ছোটো পর্দায় পা রাখেন ‘শ্যামা’ ওরফে তিয়াশা লেপচা (Tiyasha Lepcha)। এরপর তাকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। কারণ এই ধারাবাহিকে তার সাদাসিধে অভিনয় দর্শকদের মন ভুলিয়ে দিয়েছিল। দিন যত এগোতে থাকল ততই জনপ্রিয়তা বারতে শুরু করে অভিনেত্রী।

বর্তমানে তিনি বেশ জনপ্রিয়। নিজের সোশ্যাল হ্যান্ডেলে তার প্রচুর ফলোয়ার। তাই মাঝেমধ্যে নানান গানে তিনি রিলস্ ভিডিও তৈরি করে সকলের মাঝে নজর কাড়েন। সম্প্রতি ‘উফ মেরে দিল মে’ গানের তালে কোমর দোলালেন তিনি। ‘ব্যাং ব্যাং’ ছবির গানে নিজেকে ক্যামেরার সামনে ধরা দিলেন এবং রিলস্ ভিডিওটি ভাইরাল হয়ে গিয়েছে নিমেষেই।

টলি পাড়ায় তারকাদের মধ্যে রিলস্ ভিডিও তৈরির বেশ চল রয়েছে। ছোটো পর্দা হোক কিংবা বড় পর্দা বেশিরভাগ তারকা রিলস্ ভিডিও তৈরি করেন। শ্যুটিং-এর ফাঁকে হোক কিংবা অবসর সময়ে রিলস্ ভিডিও তৈরি করেন তারা। তেমনি তিয়াশা এমন রিলস্ ভিডিও তৈরি করেন।

বর্তমানে তিয়াশা স্টার জলসা চ্যানেলে ‘বাংলা মিডিয়াম’ ধারাবাহিকে ‘ইন্দিরা’ চরিত্রে অভিনয় করছেন। ভাইরাল ভিডিওতে তাকে গানের তালে কোমর দুলিয়ে নাচ করতে দেখা গিয়েছে। তার পরনে রয়েছে কালো টপ ও প্যান্ট। নিজের সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করে তিনি লিখেছেন, “এনজয় এভরি পল ডু নট ওয়েট ফর কাল”।