বিনোদন

আর দেরি নয়, ৩ দিনের মধ্যে সুশান্তের মৃত্যুর যাবতীয় তথ্য চাই! কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের

এবার আগামী ৩ দিনের মধ্যে মহারাষ্ট্র সরকারকে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর যাবতীয় তথ্য পেশ করার নির্দেশ দিল দেশের শীর্ষ আদালত। ব

Advertisement
Advertisement

সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্য যতদিন যাচ্ছে ততই জটিল হচ্ছে। এবার বিশেষ ভূমিকা গ্রহণ করল সুপ্রিম কোর্ট। এবার আগামী ৩ দিনের মধ্যে মহারাষ্ট্র সরকারকে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর যাবতীয় তথ্য পেশ করার নির্দেশ দিল দেশের শীর্ষ আদালত। বলিউডের এই অভিনেতার মৃত্যু তদন্ত করা নিয়ে মহারাষ্ট্র এবং বিহার, এই দুই রাজ্যের মধ্যে জোর তরজা শুরু হয়েছে। আর তার ভিত্তিতেই বুধবার সমস্ত মতামত পেশ করারও নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। এই রিপোর্টের ভিত্তিতেই আগামী সপ্তাহে ফের সুশান্ত মামলার শুনানির দিন ধার্য করেছে সুপ্রিম কোর্ট।

এদিকে বুধবার সকালেই সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্ত সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার কথা কেন্দ্রের তরফে সুপ্রিম কোর্টকে জানিয়েছে সলিসিটর জেনারেল। সুশান্তের মৃত্যু তদন্ত সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার সুপারিশ জানানোয় অভিনেতার পরিবার খুশি হয়েছে। সুশান্তের দিদি টুইট করে জানিয়েছে,“এবার সুবিচার হবে”। অন্যদিকে দেশের শীর্ষ আদালতে রিয়া চক্রবর্তীর আবেদনের ভিত্তিতে মামলার শুনানি রয়েছে। সূত্র মারফত জানা গিয়েছে, আলাদা করে রিয়া চক্রবর্তীর সুরক্ষার আবেদন করা হয়েছিল, কিন্তু সেই আবেদন ও নাকচ করা হয়েছে।

এদিকে বিহার পুলিশ অভিযোগ করেছিল যে মুম্বই পুলিশ তাঁদের সহযোগিতা করছে না। এমনকি পাটনা থেকে আসা পুলিশ আধিকারিককে তদন্ত করতে না দিয়ে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছিল। কেন কোয়ারেন্টাইনে পাঠানো হল সেই প্রশ্নও উঠছিল। সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতে এদিন দেশের শীর্ষ আদালত সওয়াল করেছেন। ডিভিশন বেঞ্চে জানিয়েছে যে বিহারের পুলিশ আধিকারিককে তদন্তে অসহযোগিতা করে তাঁকে কোয়ারেন্টাইনে পাঠিয়ে দেওয়া নেতিবাচক বার্তারই ইঙ্গিত দিয়েছে।

Related Articles