প্রেমিকার জুতো হৃত্বিকের হাতে, ‘বউ নাউটা’ বললেন নেটিজেনরা

Advertisement

বর্তমানে প্রেমের গুঞ্জন নিয়ে সর্বদাই সোশ্যাল মিডিয়ার লাইম লাইটে থাকা নতুন জুটি হলেন হৃত্বিক রোশন (Hrithik Roshan) এবং সাবা আজাদ (Saba Azad)। প্রথমদিকে দুজনে মুখে কুলুপ আঁটলেও, পরে প্রকাশ্যে আনেন তাঁদের সম্পর্কের কথা। রেস্তোরাঁ, পার্টি সব জায়গাতেই যুগলে দেখা মেলে এই জুটির। তবে সম্প্রতি এক ছবির সূত্রে নেটদুনিয়ায় চর্চার মধ্যগগনে উঠে এসেছেন অভিনেতা ঋত্বিক রোশন। প্রসঙ্গত, গ্ল্যামার জগতে আসার আগে সাতপাকে বাঁধা পড়েন ঋত্বিক রোশন (Hrithik Roshan)। সুজান খান (Sujan Khan)-এর সাথে দাম্পত্য জীবন শুরু করেন তিনি। পরবর্তীতে তাঁদের রেহান (Rehan) এবং হৃদান (Ridan) নামে দুই সন্তানও হয়।

Advertisements

Advertisements

তবে সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি। ২০১৪ সালে বিচ্ছেদ হয় ঋত্বিক-সুজানের। তবে বর্তমানে বিচ্ছেদ হলেও বন্ধুত্বের সম্পর্ক রয়েছে তাঁদের মধ্যে। এমনকি হৃত্বিক রোশনের নতুন সম্পর্ক নিয়ে তার কোন সমস্যা নেই। বরং তার সম্পূর্ণ রায় রয়েছে ঋত্বিক রোশনের নতুন সম্পর্কে। বর্তমান সম্পর্ককে বেশ যত্নে আগলে রেখেছেন অভিনেতা ঋত্বিক রোশন (Hrithik Roshan)। সুন্দরী যুবতী প্রেমিকার সবসময়ই হাত ধরে থাকতে দেখা গিয়েছে তাঁকে। তবে এই জুটির নতুন সম্পর্ককে অনেকে প্রেমিক-প্রেমিকা হিসেবে দেখলেও, অনেকে আবার বাবা-মেয়ে হিসেবে দেখেছে।

তবে সম্প্রতি এক ছবির সূত্রে নেটিজনদের চর্চায় উঠে এসেছেন ঋত্বিক রোশন (Hrithik Roshan)। যে ছবিতে সাবার জুতো হাতে নিয়ে অপর এক ব্যক্তির সাথে কথা বলতে দেখা গিয়েছে ঋত্বিককে। সেই ছবির সূত্রে রীতিমতো ট্রোলড হতে হচ্ছে “ওয়ার” (War) অভিনেতাকে। নেটিজেনদের একাংশের মন্তব্য, বিয়ে হওয়ার আগেই বউয়ের জুতো বইছে ঋত্বিক (Hrithik)। তাহলে বিয়ের পর তো স্বামীর উপর ছুরি ঘোরাবেন সাবা (Saba)। তবে অন্যদিকে আবার কেউ কেউ এই দৃশ্য দেখে দাবি করেছেন, ঋত্বিকের মত যত্নবান স্বামী চাই।

জানা গিয়েছে সম্প্রতি নীতা-মুকেশ আম্বানি (Nita-Mukesh)-র কালচারাল সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠান ছিল। আর সেখানেই বসেছিল চাঁদের হাট। এসেছিলেন বহু তারকা। আর তাদের মধ্যে ছিলেন নতুন প্রেমিক-প্রেমিকা জুটি ঋত্বিক-সাবা (Hrithik-Saba)। প্রেমিকার সঙ্গে যুগলে তোলা ছবিও সোশ্যাল মিডিয়া পোস্ট করেছেন অভিনেতা ঋত্বিক রোশন। এদিন কালো পাজামা পাঞ্জাবি এবং জ্যাকেট পরনে দেখা গিয়েছে ঋত্বিককে। অন্যদিকে লাল রঙা শাড়ি গাউনে দেখা গিয়েছে ঋত্বিক প্রেমিকা সাবাকে।

Related Articles