Amitabh Bachchan : একসময় মদের নেশায় চুর হয়ে থাকতেন, কীভাবে নিজেকে নেশামুক্ত করলেন অমিতাভ বচ্চন? জানালেন অভিনেতা

Amitabh Bachchan: বলিউডের অন্যতম জনপ্রিয় প্রবীণ অভিনেতা হলেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। বয়স ৮০ ছুঁলেও এখনও দাপটের সঙ্গে অভিনয় করে চলেছেন অভিনেতা। অ্যাকশন দৃশ্য নিজেই যথেষ্ট তিনি। বয়স যাই হোক এখনও চুটিয়ে অভিনয় করে চলেছেন তিনি। ছোটো পর্দা, বড় পর্দা মিলিয়ে প্রচুর ছবিতে অভিনয় করে চলেছেন। অমিতাভ প্রবীণ হলেন সোশ্যাল মিডিয়ায় তিনি বেশ সক্রিয়। মাঝেমধ্যে নানান পোস্ট করতে দেখা যায় তাকে।
অমিতাভ নাকি ঐশ্বর্য, কার চরিত্রে বেশি কলঙ্ক? চমকে দেবে সত্যিটা
সোশ্যাল মিডিয়ায় তার রয়েছে নিজস্ব ব্লগ চ্যানেল। সেখানে তিনি তার নিজের নানান কথা শেয়ার করেন। সম্প্রতি তিনি কীভাবে মদ ও সিগারেট খাওয়া ছাড়লেন তা জানিয়েছেন। কীভাবে মুক্তি পেয়েছেন এই নেশা থেকে তা জানিয়েছেন। তিনি বলিউডে কাজ করার আগে কলকাতায় একটি সংস্থায় কাজ করতেন। কলকাতায় কাজ করার সুবাদে মাঝেমধ্যে মদ্যপান করতে হত। এর সঙ্গে তিনি খেতেন সিগারেট।
এই দুইয়ের নেশা তাকে পেয়ে বসে। সিগারেটের নেশায় প্রবলভাবে আসক্ত হয়ে পড়েন তিনি। তবে এই নেশা থেকে মুক্তি পেয়েছিলেন অমিতাভ। কীভাবে তা নিজেই শেয়ার করলেন। তিনি জানান, ধূমপানের সময় সিগারেট টেনে ফেলে দিতে হবে। এভাবে ক্যান্সারকে দূর করা যাবে। বহুবছর হলো তিনি মদ ও সিগারেট খাওয়া ছেড়ে দিয়েছেন। তাই এত বয়স হলেও দিব্যি রয়েছেন তিনি। তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অন্যান্য রোগ বাসা বেঁধেছে শরীরে।
এছাড়া যুবক অবস্থায় বিভিন্ন দুর্ঘটনায় শরীরে ছোটো বড় আঘাত রয়েছে। আজ এই বয়সে এসেও দুর্ঘটনা তার পিছু ছাড়ে না। সম্প্রতি অ্যাকশন দৃশ্যে স্টান্ট করতে গিয়ে বিপদের মুখে পড়েন তিনি। বর্তমানে প্রজেক্ট কে ছবির শ্যুটিং-এ ব্যস্ত তিনি। ছবিতে দেখা যাবে প্রভাস ও দীপিকা পাড়ুকোনকে।