Hiya Dey: হটপ্যান্ট স্লিভলেস টপ পরে উদ্দাম নাচ ‘পটলকুমার’ হিয়ার, অভিনেত্রীর নাচের পোজ দেখে চোখ কপালে নেটিজেনদের

Advertisement

দেশদুনিয়ার নানান খবর এক ক্লিকেই আপনার কাছে পৌঁছে দিতে সোশ্যাল মিডিয়ার জুড়ি মেলা ভার। তাইতো বর্তমান সময়ে আলাদিনের-আশ্চর্য-প্রদীপ বলা হয় তাকে। প্রযুক্তির দুনিয়ায় তালে তাল মিলিয়ে চলতে গেলে ইন্টারনেট পরিষেবাযুক্ত মুঠোফোনের উপস্থিতি একান্ত কাম্য। আর এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারকারা অনুরাগীদের সাথে কানেক্টেড থাকার পাশাপাশি তাদের মাতিয়ে রাখেন ফটোশুট ও রিল ভিডিও পোস্ট করে!

Advertisements

আর এমনই এক অভিনেত্রী হলেন হিয়া দে। স্টার জলসার একসময়ের বিখ্যাত ধারাবাহিক “পটল কুমার গানওয়ালা”র মুখ্য চরিত্রে অভিনয়কারী ছোট্ট সেই অভিনেত্রী বর্তমানে হয়ে উঠেছেন তন্বী কিশোরী। নিজ অভিনয় দক্ষতায় অল্প বয়সেই জনপ্রিয়তা লাভ করেছিলেন হিয়া। বেশ কিছুদিন আগে তার ডেবিউ ফিল্ম এ 13 বছরের ধর্ষিতা কিশোরীর জীবন সংগ্রামের কাহিনী নিজের অসাধারণ অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তুলে ব্যাপক প্রশংসিত হয়েছিলেন অভিনেত্রী। বর্তমানে তাকে কাজ করতে দেখা যাচ্ছে “ফ্যালনা” ধারাবাহিকে।

Advertisements

বলাবাহুল্য সোশ্যাল মিডিয়াতে অভিনেত্রীর অনুরাগী সংখ্যা নেহাত কম নয়। মাঝেমধ্যে রিল ভিডিও ও ফটোশুটের ছবি পোস্ট করার মাধ্যমে মাতিয়ে রাখেন তার ফ্যানেদের। আর সেই ধারা বজায় রেখে সম্প্রতি হিয়া দে এর একটি ডান্স ভিডিও ব্যাপক ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল হওয়া ভিডিওটিতে অভিনেত্রীকে সবুজ রঙের আঁটোসাঁটো পোশাকের সাথে হটপ্যান্ট পরিহিত অবস্থায় বাড়ির ছাদে খোলা আকাশকে সাক্ষী রেখে নিজের মতো করে নাচতে দেখা যাচ্ছে। টেনে বাধা খোপা করা চুল ও মিনিম্যাল মেকআপে অভিনেত্রীর গানের তালে তাল মিলিয়ে চুটিয়ে ডান্স উপভোগ করেছেন নেটিজেনরা।

ভিডিওটি সোশ্যাল মিডিয়া আপলোড হতেই প্রায় পাঁচ হাজারের বেশি মানুষ ভিডিওটি লাইক করেছেন। এছাড়া অভিনেত্রীর কমেন্ট বক্সে তারা অভিনেত্রীএ প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। অনেকে তো আবার তাদের চিরচেনা ছোট্ট শিশু শিল্পীর সাথে বর্তমানের হিয়ার মিল খুঁজে বের করতে পারেননি কোনমতে। তাই ইন্টারনেটে আনাচে-কানাচে ছড়িয়ে পড়ার পর হিয়ার নাচের ভিডিও ভাইরাল হতে সময় নেয়নি বেশিক্ষণ!

Related Articles