‘এঁড়ে বাছুরের লাফালাফি’, শর্ট ড্রেসে ‘পটল’ হিয়ার তিড়িংবিড়িং নাচ দেখে ধুয়ে দিলেন নেটিজেনরা

একসময় টেলিভিশনের পর্দায় জনপ্রিয় ধারাবাহিক ছিল ‘পটলকুমার গানওয়ালা’। এই ধারাবাহিকে অভিনীত সবথেকে জনপ্রিয় চরিত্র ছিল পটল। তার জীবনী ঘিরেই তৈরি হয় এই ধারাবাহিক। ধীরে ধীরে গোটা রাজ্যে পটল বেশ জনপ্রিয় হয়ে ওঠে। পটলের চরিত্রে অভিনয় করেছিল শিশু শিল্পী হিয়া দে (Hiya Dey)।
দীর্ঘদিন এই ধারাবাহিক টেলিভিশনের রমরমিয়ে চললেও একসময় শেষ হয়ে গিয়েছে এটি। ধারাবাহিকে মুখ্য চরিত্রে থাকা পটল ওরফে হিয়া দে-কে আর টেলিভিশনের পর্দায় দেখা যায়নি সেভাবে। এর কারণ হিসেবে জানা যায়, পড়াশোনায় মন দিয়েছে হিয়া এবং বর্তমানে সে একটু বেছে কাজ করতে চায়। টেলিভিশনে পর্দায় হিয়াকে দেখা না গেলেও সোশ্যাল মিডিয়ায় তার রয়েছে একটি প্রোফাইল।
ইনস্টাগ্রামে সে বেশ জনপ্রিয়। প্রায় প্রতিদিনই নিজের প্রোফাইল থেকে সে নানান ভিডিও পোস্ট করে। তার সেই রিল ভিডিও ভাইরাল হতে সময় নেয় না। সম্প্রতি হিয়া একটি ভিডিও পোস্ট করেছে। আর সেই ভিডিওতে তাকে তার বন্ধুর সঙ্গে নাচ করতে দেখা গিয়েছে। জ্যাকলিন ফার্নান্ডেজের একটি জনপ্রিয় গানে কোমর দোলাল হিয়া ও তার বন্ধু।
আর এই ভিডিও দেখে নেট দুনিয়ার এক ব্যক্তি মন্তব্য করেন, “এঁড়ে বাছুরের লাফালাফি”। আবার অনেকে লিখেছেন, ” শরীর আরও ভাঙতে হবে”। তবে এর পাশাপাশি অনেকে প্রশংসা করেছেন। কেউ লিখেছেন, “পুরো আগুন”। কেউ মন্তব্য করেছেন, ” আরও ভালো করতে হবে”। এসবের মাঝেই তার ভিডিওটি ভাইরাল হয়েছে নতুন করে।