‘পটল পেকে ফুটি হয়ে গেছে’, হট প্যান্টে ছবি দিতেই ফের বাঁকা মন্তব্যের শিকার ‘পটল’ হিয়া
‘পটল এখন পেকে গেছে!’ একটি রিল ভিডিও পোস্ট করে এমনই মন্তব্যের স্বীকার হলো জনপ্রিয় শিশুশিল্পী হিয়া দে। একসময় ‘পটল কুমার গানওয়ালা’ ধারাবাহিকের জনপ্রিয়তা ঠিক কী পরিমাণে হয়েছিল তা আমরা সকলেই জানি। খুব অল্প সময়ের মধ্যেই ধারাবাহিকটি তুমুল জনপ্রিয়তা অর্জন করেছিল।
যেখানে শিশুশিল্পী পটলের চরিত্রে অভিনয় করেছিল হিয়া। তবে সেই ‘পটল’ এখন অনেকটাই বড়ো হয়ে গিয়েছে। এমনকি কীভাবে নিজের অনুরাগীর সংখ্যা ধরে রাখতে হয় সোশ্যাল মিডিয়ায়, তাও বেশ ভালোমতো জেনে গিয়েছে সে। যার ঝলক দেখা যায় তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। তবে বিভিন্ন রিল ভিডিও পোস্ট করে বিদ্রুপের শিকার হতে হয় তাকে।
সম্প্রতিও আর অন্যথা হলো না। একটি রিল ভিডিও পোস্ট করেছিল সে। যেখানে দেখা যায় একটি হট প্যান্ট ও সাদা টি-শার্ট পরে নাচছে হিয়া। জনপ্রিয় একটি হিন্দি গানে তাকে নাচতে দেখা গিয়েছে। তবে সেটি দেখার পর বিভিন্ন কটাক্ষ করেছেন নেটিজেনরা। কেউ যেমন বলেছেন, ‘প্যান্ট অনেক ছোট হয়ে গিয়েছে।’
আবার কারো কারো মতে ‘পটল পেকে গিয়েছে।’ সবমিলিয়ে একাধিক কটাক্ষের শিকার হয়েছে এই অভিনেত্রী। তবে এই প্রথম নয় এর আগেও একাধিকবার এমনটা হয়েছে তার সাথে। যদিও কখনো এই বিষয়টি নিয়ে মাথা ঘামায়নি সে। উল্লেখযোগ্য, ‘পটল কুমার গানওয়ালা’ ছাড়াও একাধিক ধারাবাহিকে শিশুশিল্পী হিসেবে দেখা গিয়েছে তাকে।