Hiya Dey: “পটল পেকে গেছে”, ছোট পোশাকে চেয়ারে বসে এমন কাজ করলেন অভিনেত্রী হিয়া, কটাক্ষের তীর ছুঁড়ছে নেটিজেনরা

Advertisement

‘পটল কুমার গানওয়ালা’র পটল কুমার ওরফে হিয়া দে (Hiya Dey)-কে সকলেরই চেনা। স্টার জলসায় (Star Jalsa) পটল কুমার চরিত্রে অভিনয় করে দর্শকদের মনে বেশ জায়গা দখল করেছে হিয়া। সাম্প্রতিক সময়ে তিনি বড় হলেও দর্শকদের কাছে আজও পটল কুমার হয়েই রয়ে গেছেন। ফলে মাঝেমধ্যেই তাঁকে নিয়ে নানানরকম আলোচনা চলে নেটদুনিয়ায়।

Advertisements

এখন আর ছোট নেই পটল ওরফে হিয়া দে (Hiya Dey)। বয়স বৃদ্ধির সাথে সাথে তাঁর স্বভাব চরিত্রেরও অনেক কিছুই বদল ঘটেছে। অনেকেই হিয়ার মধ্যে ছোটবেলার অনেক কিছুরই মিল পান না। বয়স বৃদ্ধির সাথে সাথে কমেছে হিয়ার মিষ্টতা। কম-বেশি সকলের মতোই সোশ্যাল মিডিয়ায় (Social Media) সময় কাটাতে ভালোবাসা হিয়া। মাঝেমধ্যেই ছোটখাটো পোশাকে আবির্ভাব হন হিয়া।

Advertisements

নেটিজেনদের একাংশ পছন্দ করে না হিয়া (Hiya)-কে। তবে সেই বিষয়ে কেয়ার করে না হিয়া। সম্প্রতি দুটি ছবি এবং ভিডিওর মাধ্যমে বিতর্কিত হচ্ছেন হিয়া। যেখানে কালো পোশাকে দেখা গিয়েছে হিয়াকে। কোনো ছবিতে ওয়াইনের গ্লাস হাতে পোজ দিতে দেখা গেছে তো কোনো ছবিতে আবার গ্লাসে চুমুক দিতেও দেখা গেছে হিয়াকে।

আর এই দুটি ছবি নিয়েই বিতর্কিত হচ্ছেন হিয়া (Hiya)। তাকে নিয়ে অনেকেই সেই ছবির কমেন্ট সেকশনে কুরুচিকর মন্তব্য করেছেন। তবে আগে থেকেই হিয়া তাঁর ক্যাপশনের মাধ্যমে জানিয়েছেন, অনেকেই তাঁকে পছন্দ করেনা। তবে সেই সব বিষয় তার কাছে গুরুত্ব পায় না। এর পাশাপাশি স্পষ্ট করার জন্য তিনি এও লিখেছেন যে, তাঁর হাতে যে ওয়াইনের গ্লাসটি রয়েছে তাতে ওয়াইন নয়, ক্র্যানবেরি কফি রয়েছে। আর এই ছবি, ভিডিওর সূত্র ধরেই সোশ্যাল মিডিয়ায় চর্চিত হচ্ছেন হিয়া। তবে ‘পটল কুমার গানওয়ালা’র পর আরো কয়েকটি সিরিয়ালে অভিনয় করে দর্শকদের বেশ আকৃষ্ট করেছেন হিয়া। তবে তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচনার শেষ নেই নেটবাসীর।

Related Articles