Advertisements

একের পর এক সেক্সি পোজে সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছে হিনা খান, ঝড়ের গতিতে ভাইরাল সমস্ত ছবি

Advertisements

জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী হিনা খান নিজের বোল্ড অবতারের জন্য বেশ জনপ্রিয় সোশ্যাল মাধ্যমে, নায়িকা প্রায় প্রতি সময়ই থাকেন লাইম লাইটে। ২০০৯ সালে স্টার প্লাস এর অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ইয়ে রিস্তা কেয়া কেহেলাতাহে মুখ্য চরিত্রে অভিনয় করতে শুরু করেন অভিনেত্রী, আর প্রথম ডাইলি সোপ থেকেই জনপ্রিয়তা অর্জন করেন তিনি। এরপর আরো এক জনপ্রিয় ধারাবিক কাসোটি জিন্দেগি কি সিরিয়ালে জনপ্রিয় নেগেটিভ চরিত্র কমলিকা হিসেবে আমরা হিনা কে দেখতে পাই। এবং এই চরিত্র দ্বারা হিনা প্রমাণ করে দেন তিনি সমস্ত রকম ভিন্ন স্বাদের চরিত্রে কাজ করতেই সাবলীল।

ধারাবাহিকের পাশাপাশি বেশকিছু রিয়েলিটি শোতে অংশ নেন অভিনেত্রী যার মধ্যে ফিয়ার ফ্যাক্টর খাতরো কে খিলারী, এবং বিগ বস ১১ উল্লেখ্য। বিগ বস ১১ তে হিনা রানার আপ হন তবে এই রিয়েলিটি শো এর পর হিনার অভিব্যক্তি আরো খুলে তার অনুরাগীদের সামনে আসে যার ফলে তার জনপ্রিয়তা আরো বেড়ে যায়।

হিনা নিজের সোশ্যাল মিডিয়াতে বেশ একটিভ থাকেন বিভিন্ন সময়ে তার বোল্ড লুকের অবতারের ছবি এবং ভিডিও ফুটে ওঠে তার শেয়ার করা বিভিন্ন পোস্টে। হিনার ইনস্টাগ্রামে চোখ রাখলে মুহূর্তের মধ্যেই বেড়ে যেতে পারে আবহাওয়ার উষ্ণতার পারদ।

সেক্সি হিনা পিঙ্ক পলকা ডট বিকিনিতে মন্ত্রমুগ্ধ করে দিয়েছেন নেটানগরিকদের। অভিনেত্রী ফ্লার্টি টপ ও বিকিনিতে শরীরী মোচড় ঝড় তুলেছেন নেটদুমিয়ায়। নীল আকাশ এবং নীল সমুদ্রের মাঝে নীল মনোকিনিতে হিনা আগুন লাগিয়েছেন তার অনুরাগীদের মনে। হাঁটু পর্যন্ত প্রিন্টেড পোশাক মাথায় হাত কিউট এন্ড সেক্সি লুক হিনা সেখানেও মোহময়ী। সমুদ্র সৈকতে বিকিনি লুকে হিনা যেনো গরম করে দিয়েছেন সমুদ্রের নোনা জল। হিনার হট এন্ড সেক্সি লুকের জাদুতে টালমাটাল নেট দুনিয়া তার প্রতিটি ছবি যেন উষ্ণতা ছড়িয়েছে গণমাধ্যমে, এই মুহূর্তে ছবিগুলি ম্যাজিকের মতন ভাইরাল।

Related Articles