বিনোদনভাইরাল ভিডিও

Saregamapa: বাংলার নীলাঞ্জনার অসাধারন গানে কাঁপল মুম্বাই, ভরা মঞ্চে কেঁদে ফেললেন হিমেশ

ভারতীয় সঙ্গীত ইন্ডাস্ট্রিতে বাঙালির আপামর অবদান অনস্বীকার্য! যুগে যুগে বাংলা মায়ের রত্নগর্ভ থেকে উঠে এসেছে একের পর এক তারকাখচিত তুখর সঙ্গীত শিল্পীরা আর তারাই ভারতীয় সঙ্গীত ইন্ডাস্ট্রিকে সমৃদ্ধ করেছে। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে “সারেগামাপা 2021” এর চলতি সিজন। তবে বর্তমান সিজেনে শুধুই বাংলার জয়জয়কার! টপ 16তে জায়গা করে নিয়েছে পাঁচজন বাঙালি প্রতিযোগী। সাথে একে অপরের সাথে জমকে টক্কর দিচ্ছে তারা।

আলিপুরদুয়ারের মেয়ে তথা “দ্য ভয়েস ইন্ডিয়া কিডস” খ্যাত নীলাঞ্জনা রায় প্রচারে পিছিয়ে রইলেও এদিন গ্র্যান্ড প্রিমিয়ার পর্বে নিজের পারফরম্যান্সের মাধ্যমে বুঝিয়ে দিলেন তিনি লম্বা রেসের ঘোড়া। মাত্র 18 বছর বয়সী এই মেয়ের সুরের মায়াজালে অশ্রুসজল হলেন বিচারক হিমেশ রেশমিয়া। এদিন মঞ্চে নীলাঞ্জনা হিমেশের সুরে পরিবেশন করেন “আপনে তো আপনে হোতে হে” গানটি আর সেই সময় পেছনে বড় স্ক্রিনে স্লাইড শো এর মাধ্যমে দেখানো হয় হিমেশের পরিবারের নানান সদস্যের ছবি।

নীলাঞ্জনার সুরের মোহের সাথে নিজের পরিবারের তথা স্ত্রী ও পিতার সাথে কাটানো অন্তর্হূত মুহূর্তের ছবিগুলি দেখে নিজের চোখের জল ধরে রাখতে পারেননি হিমেশ। তার কথায়, “যখনই বাবার ছবি দেখি আমি ভাবুক হয়ে পড়ি কেননা বাবার বয়স হচ্ছে। যদিও বাবা এখনো ফিট আছে। আর সময় পেলেই আমরা অনেকটা মজা করি। তবে ইদানিং বাবাকে প্রায়ই ডাক্তারের কাছে যেতে হয়।”

এবছরের চূড়ান্ত বাছাইপর্ব মোটেই সহজ ছিল না বিচারকদের জন্য। দেশের নানা প্রান্ত থেকে ছুটে এসেছিলেন তুখর তুখর সঙ্গীতশিল্পী তথা সুরের কারিগররা। তবে তাদের মধ্যে থেকেই তিন বিচারক খুঁজে নিয়েছেন টপ 16 প্রতিযোগীকে। আর তার মধ্যেই রয়েছে 5 বাঙালি প্রতিযোগী-অনন্যা, স্নিগ্ধজিৎ, দীপায়ন, নীলাঞ্জনা এবং কিঞ্জল!