কিয়ারার থেকেও দ্বিগুণ সুন্দরী সিদ্ধার্থের শ্যালিকা, দেখলে চোখ ফেরাতে পারবেন না!
সম্প্রতি রাজস্থানের সূর্যগড় প্যালেসে কাছের মানুষদের উপস্থিতিতে গাঁটছড়া বেঁধেছেন বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা জুটি সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আডবানি। বিয়ের মুহূর্তগুলির খুব বেশি ছবি প্রকাশ্যে না এলেও ধীরে ধীরে তার বাড়ির সদস্যদের পরিচয় সামনে এসেছে। সম্প্রতি সেরকমই চর্চায় উঠে এসেছেন কিয়ারার বোন ঈশিতা আডবানি।
হয়তো অনেকেই জানতেন না এই অভিনেত্রীর একজন বোনও রয়েছেন। তবে দিদির বিয়েতে রীতিমতো লাইমলাইটে উঠে এসেছেন তিনি। যদিও এই প্রথম না এর আগে সোশ্যাল মিডিয়ায় বোনের বেশ কয়েকটি ছবি পোস্ট করেছিলেন কিয়ারা। অভিনেত্রীর থেকে তিন বছরের ছোটো বোন ঈশিতা। তবে দিদি অভিনয়ের সাথে যুক্ত হলেও বলিউডের সাথে কোনো সম্পর্ক নেই ঈশিতার।
মুম্বাইয়ের গভর্নমেন্ট ল কলেজ থেকে তিনি স্নাতক পাস করেছেন। এরপর তিনি ম্যাকগ্রিল ইউনিভার্সিটি থেকে উচ্চতর ক্ষেত্রে পড়াশোনা করেছেন। পেশায় তিনি একজন আইনজীবী। একইসাথে মহাকাশ নিয়েও তার বেশ আগ্রহ রয়েছে। এমনকি নিজেকে ‘রকেটশিপ বিল্ডার’ বলেই পরিচয় দেন ঈশিতা। যদিও সৌন্দর্য্যের দিক দিয়ে তিনি হার মানাতে পারেন বলিউড অভিনেত্রীদের।
তবে লাইমলাইট থেকে নিজেকে সবসময় আড়ালে রাখতে পছন্দ করেন তিনি। অন্যদিকে দিদির আগেই গাঁটছড়া বেঁধেছেন ঈশিতা। গত বছরের ৫ই মার্চ আইনজীবী কর্মা ভিভানের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন তিনি। একই ল ফার্মে কাজ করার দরুন সম্পর্ক তৈরি হয় তাদের। বোনের বিয়ের বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছিলেন কিয়ারা।